Back

ⓘ হুগলি শিল্পাঞ্চল
হুগলি শিল্পাঞ্চল
                                     

ⓘ হুগলি শিল্পাঞ্চল

হুগলি শিল্পাঞ্চল বা কলকাতা শিল্পাঞ্চল হল ভারতের সবচেয়ে প্রাচীন ও দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল।শিল্পাঞ্চলটি হুগলি নদীর দুই তীরে উত্তরে ত্রিবেণী-কল্যাণী থেকে দক্ষিণে উলুবেড়িয়া-বিড়লাপুর পর্যন্ত ১০০ কিলোমিটার দীর্ঘ ও ১৫-১০ কিলোমিটার চওড়া অঞ্চলে গড়ে উঠেছে।এই শিল্পাঞ্চলটি সমগ্র কলকাতা জেলা ও উত্তর চব্বিশ পরগনা,দক্ষিণ চব্বিশ পরগনা,নদীয়া,হুগলি,হাওড়া জেলার কিছু অংশ নিয়ে গঠিত আর কলকাতা ও হাওড়া শহর হল শিল্পাঞ্চলটির কেন্দ্রবিন্দু।

==শিল্পাঞ্চলটি গড়ে ওঠার কারণ ==

                                     

1.1. প্রধান শিল্পগুলি পাটশিল্প

হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প হল পাট শিল্প।ভারতের প্রথম পাটকল এই অঞ্চলেই করে উঠেছিল।বর্তমানে এই শিল্পাঞ্চলে মোট ৬০ টি পাটকল রয়েছে।যা ভারতবর্ষের মোট পাটকলের ৭৪ শতাংশ।পাটকল গুলি প্রধানত বজবজ, বিড়লাপুর, উলুবেড়িয়া, সাঁকরাইল, টিটাগড়, জগদ্দল, কাঁকিনাড়া, ভদ্রেশ্বর, আগরপাড়া ও বালি এলাকায় গড়ে উঠেছে।সবচেয়ে বেশি পাটকল রয়েছে টিটাগড়,উলুবেড়িয়া,বালি ও বজবজ এলাকায়।নিম্ন গাঙ্গেয় উপত্যকার পাট,রাণীগঞ্জ অঞ্চলের কয়লা,হুগলি নদীর জল,সিইএসসি CESC ও ডাব্লুবিএযইবি WBSEB-এর বিদ্যুৎ এবং স্থানীয় সুলভ শ্রমিক এই শিল্পের সহায়ক হয়েছে।

                                     

1.2. প্রধান শিল্পগুলি বস্ত্র বা কার্পাশ বয়ন শিল্প

হুগলি শিল্পাঞ্চলে প্রায় ৪০ টি কাপড়কল রয়েছে।এই কল গুলিহাওড়া,সোদপুর,কল্যাণী,বেলঘরিয়া,শ্যামনগর ও পানিহাটি এলাকায় গড়ে উঠেছে।এই অঞ্চলের বিপুল চাহিদা, দক্ষিণ ভারত ও পশ্চিম ভারত থেকে আমদানকৃত তুলো,স্থানীয় মূলধন এই কাপড় কল গুলি গড়ে উঠতে সাহায্য করেছে।

                                     

1.3. প্রধান শিল্পগুলি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প

ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প হুগলি শিল্পাঞ্চলের একটি গুরুত্বপুর্ন শিল্প ক্ষেত্র।এই শিল্পাঞ্চলের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প গুলি-

 • বৈদ্যুতিক পাখা ও সেলাই কল নির্মাণ করাখানা- উষা কোম্পানি টালিগঞ্জ
 • মোটর গাড়ি নির্মাণ-হিন্দুস্থান মোটর লিমিটেড হিন্দমোটর বন্ধ,জেনাইটি চুঁচুড়া
 • জাহাজ নির্মাণ কারখানা- গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড গার্ডেনরিচ
 • ক্রেন,ওয়াগন,রেল কোচ,বয়ন শিল্পের যন্ত্রপাতি নির্মাণ কারখানা- জেসপ অ্যান্ড কোম্পানি লিমিটেড দমদম,টেক্সটাইল মেশিনারি কোর্পোরেশন লিমিটিড বেহালা,ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড হাওড়া,বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেড হাওড়া
 • রেলইঞ্জিন মেরামতি কারখানা- লিলুয়া ও কাঁচরাপাড়া
                                     

1.4. প্রধান শিল্পগুলি কাগজ শিল্প

স্থানীয় অঞ্চলের বাঁশ এবং ঝাড়খন্ড ও ছত্রিশগড়ের সাবাই ঘাস এই শিল্পাঞ্চলের কাগজ শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। এই কাগজ কারখানা গুলিতে প্রধানত লেখার কাগজ ও টিস্যু পেপার তৈরি হয়।কাগজ কারখানা গুলি হল-

 • ত্রিবেণী টিস্যুজ লিমিটেড ত্রিবেণী - আই টি সি এর অধীনস্থ।
 • ইমামি পেপার মিলস্ দক্ষিণেশ্বর
                                     

1.5. প্রধান শিল্পগুলি রাসায়নিক শিল্প

কলকাতা ও পার্শ্যবর্তী এলাকায় রাসায়নিক শিল্প কারখানা গড়ে উঠেছে।এগুলি প্রধানত কোস্টিক সোডা,সালফিউরক অ্যাসিড ও সোডা অ্যাস তৈরি করে।এছাড়া এরা রং পলিথিন,প্লাস্টিক ওষধ তৈরি করে।প্রধান করাখানা গুলি-

 • বেঙ্গল কেমিক্যাল পানিহাটি,দেজ মেডিক্যাল কলকাতা
 • আইসিআই ICI এর অধীনস্থ অ্যালকালি অ্যান্ড কেমিক্যাল কোর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড রিষড়া।
                                     

1.6. প্রধান শিল্পগুলি চর্ম শিল্প

বানতলার কলকাতা লেদার কমপ্লেক্স ও বজবজ এর বাটানগর-এর চর্ম শিল্প গড়ে উঠেছে।বর্তমানে ট্যাংরা ও তিলজলা থেকে ট্যানারি গুলি বানতলায় স্থানাস্তরিত করা হয়েছে।বাটানগড়ের বাটা কোম্পানির জুতো বিখ্যাত।বর্তমানে বানতলাতে একটি জুতো কারখানা তৈরির কথা রয়েছে।

                                     

1.7. প্রধান শিল্পগুলি তথ্যপ্রযুক্তি শিল্প

এই শিল্পাঞ্চলে মোট ১০০ টির মত তথ্যপ্রযুক্তি কোম্পানি রয়েছে।উল্লেখ যোগ্য কম্পানি গুলি হল - আরএস সফটওয্যার,সিসিএস,গ্লোবসিন টেকনোলজি প্রভৃতি।সল্টলেকে সফটওয্যার টেকনোলজি পার্ক তৈরি করা হয়েছে।

                                     

1.8. প্রধান শিল্পগুলি আন্যান্য শিল্প

 • অ্যালুমিনিয়াম কারখানা- বেলুড়
 • সুতো কারখানা - কল্যাণী
 • রবার কারখানা- ডানলপ
 • জুয়েলারি শিল্প- মণিকাঞ্চন,সল্টলেক
 • যুদ্ধাস্ত্র নির্মাণ শিল্প- কাশিপুর,দমদম ও ইছাপুর
 • লিলোলিয়াম ও ক্যালসিয়াম কার্বাইড কারখানা- বিড়লাপুর
 • সিমেন্ট করখানা- ডানকুনি