Back

ⓘ ভারত সঞ্চার নিগম লিমিটেড
ভারত সঞ্চার নিগম লিমিটেড
                                     

ⓘ ভারত সঞ্চার নিগম লিমিটেড

ভারত সঞ্চার নিগম লিমিটেড হলো ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত্ব টেলিযোগাযোগ কোম্পানী। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত।

এই সংস্থাটি ল্যান্ডলাইন, মোবাইল ও ব্রডব্যান্ড পরিষেবা ছাড়াও আইপিটিভি পরিষেবা দেয়।

                                     

1. আর্থিক দুরবস্থা

বছরে BSNL-এর যা আয়, তার ৫৫ শতাংশ কর্মীদের বেতন দিতেই চলে যায়। প্রতিবছর ৮ শতাংশ হারে সেই খরচ বাড়ছে। কিন্তু সংস্থার আয় কোনওভাবেই বাড়ছে না। আর্থিক দুরবস্থার জন্য কর্মীদের বেতন দিতেই পারেনি BSNL ।

দীর্ঘদিন ধরে আর্থিক অনটনে ভুগলেও BSNL-এর ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। সংস্থার ১,৭৬,০০০ কর্মী মাসের বেতন পাননি।

                                     
  • প বল ক স ক টর ইউন ট ভ রত সঞ চ র ন গম ল ম ট ড ব এসএনএল ইন ড য ন ট ল ফ ন ইন ড স ট র জ ল ম ট ড আইট আই মহ নগর ট ল ফ ন ন গম ল ম ট ড এমট এনএল ট ল য গ য গ
  • বয স STD Codes for cities in Maharashtra ই র জ ভ ষ য ভ রত সঞ চ র ন গম ল ম ট ড BSNL - - ত র খ ম ল থ ক আর ক ইভ কর স গ রহ র ত র খ
  • কর ছ ল ন এব ব ড ওঠ ন ত র ব ব ক র ণ কর দ স একজন অবসরপ র প ত ভ রত সঞ চ র ন গম ল ম ট ড ব এসএনএল কর মচ র চ র ব ন ড ম ঝ ত ন সর বকন ষ ঠ ত দ র সমর থন র
  • প রধ ন ট ল ফ ন ও ম ব ইল ফ ন পর ষ ব সরবর হক র হল সরক র স স থ ভ রত সঞ চ র ন গম ল ম ট ড ব এসএনএল এব ভ রত এয রট ল, ভ দ ফ ন ও র ল য ন স জ ও ব সরক র
  • প রধ ন ট ল ফ ন ও ম ব ইল ফ ন পর ষ ব সরবর হক র হল সরক র স স থ ভ রত সঞ চ র ন গম ল ম ট ড ব এসএনএল এব ভ দ ফ ন, ভ রত এয রট ল, র ল য ন স কম উন ক শনস