Back

ⓘ ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে গলফ
২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে গলফ
                                     

ⓘ ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে গলফ

টেমপ্লেট:২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে গলফ

২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে গলফ প্রতিযোগিতা আগস্টে রিও ডি জেনেরিওর বররা ডা টিজুকা জোনে সংরক্ষিত এলাকা রিজার্ভ ডি মারাপেন্ডিতে অবস্থিত অলিম্পিক গলফ কোর্সে অনুষ্ঠিত হয়।

১৯০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শেষ বারের মত গলফ প্রতিযোগিতা অন্তভূক্ত ছিল। তারপর দীর্ঘ সময় গলফকে অলিম্পিক ক্রীড়ার বাইরে রাখা হয়। ১১২ বছর পর পুনরায় ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথমবারের মত গলফ খেলা যুক্ত হয় এবং এটি দুটি, পুরুষ ও মহিলাদের ব্যক্তিগত বিভাগে প্রতিযোগিতা হয়।

                                     

1. পরিবর্তনসমূহ

১৯০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকেপর গলফ বৈশিষ্ট্যপূর্ণ ছিল না, ২০০৯ সালে অনুষ্ঠিত ১২১তম আইওসি সেশনে পুনরায় অন্তভুর্ক্তির জন্য গলফকে মনোনীত করে। গলফ খেলার দ্রুত সম্প্রসারণ ও এর বিশ্বায়নের কারণে ১২১তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সুপারিশে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়।