Back

ⓘ বিষয়শ্রেণী:২০১৪-এর বই
                                               

কমন নলেজ?

কমন নলেজ?: অ্যান এথনোগ্রাফি অফ উইকিপিডিয়া বইটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে ২০১৪ সালে প্রকাশিত হয়। বইয়ের লেখক দারিউজ জেমিয়েলনিয়াক । উইকিপিডিয়ায় অবদানকারী সম্প্রদায়ের জন্য এই বইটি লেখা হয়। বইয়ের লেখক নিজেই তাদের মধ্যে একজন যারা উইকিপিডিয়াতে অবদান রেখে চলেছেন।

                                               

হোয়াট ইফ? (বই)

যদি এমন হতো?: উদ্ভট প্রকল্পিত প্রশ্নগুলোর রাশভারী উত্তর রান্ডাল মুনরো রচিত একটি নন-ফিকশন বই। এই বইয়ে রচয়িতা বৈজ্ঞানিক প্রশ্নসমূহের উত্তর ওয়েবকমিকের মাধ্যমে প্রদান করেছেন। এই বইয়ে কিছু তালিকাবদ্ধ প্রশ্ন সংকলন প্রকাশিত হয়েছে, যা পূর্বে লেখকের ব্লগে প্রকাশিত হয়েছে। এছাড়াও কিছু নতুন প্রশ্নের উত্তরও এই বইয়ে প্রদান করা হয়েছে। বইটিতে কয়েক ডজন পরিচ্ছেদ রয়েছে, এই পরিচ্ছেদগুলোর শুরু হয়েছে নতুন প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে। যদি এমন হতো? ২০১৪ সালের ২রা সেপ্টেম্বর বাজারে আসে এবং সমালোচকদের সমাদর পায়।