Back

ⓘ ছোট বেজি
ছোট বেজি
                                     

ⓘ ছোট বেজি

ছোট বেজি বা নকুল বা ছোট ইন্ডিয়ান বেজি হচ্ছে হারপেস্টিডি পরিবারের হারপেস্টেস গণের একটি বেজি জাতীয় প্রাণী।

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

                                     

1. বর্ণনা

ছোট বেজির দেহ খাটো ও সরু, লেজ দীর্ঘ এবং পা খাটো। লেজ আকারে পাথাসহ দেহের তিন-চতুর্থাংশ; লেজের প্রান্তদেশে লোম থাকে না। এই প্রজাতির মাথাসহ দেহের দৈর্ঘ্য ২৮ সেমি ও লেজ ২৩ সেমি।