Back

ⓘ ১০ম শতাব্দীতে মুসলিম ইতিহাসের সময়রেখা
                                     

ⓘ ১০ম শতাব্দীতে মুসলিম ইতিহাসের সময়রেখা

 • ৯৬১: আবদুল মালিকের মৃত্যু, প্রথম মনসুরের ক্ষমতালাভ।
 • ৯৪৬: ফাতেমীয় খলিফা আল-কাইমের মৃত্যু। আল-মনসুর বিল্লাহ নতুন খলিফা হন। ইখশিদ শাসক মুহাম্মদ বিন তুগজের মৃত্যু এবং আবুল কাসিম উনগুরের ক্ষমতালাভ। সাইফ আল-দৌলা আলেপ্পোতে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
 • ৯৪৩: আল-বারিদি ক্ষমতা দখল করেন। হামদানিদের কাছে আশ্রয় নিতে বাধ্য হন। নাসির আল-দৌলার বাগদাদের ক্ষমতা দখল এবং খলিফার বাগদাদে প্রত্যাবর্তন। আমির আল-উমারা তুজুন কর্তৃক ক্ষমতা দখল এবং নাসির আল-দৌলার মসুল প্রত্যাবর্তন। সামানি শাসক দ্বিতীয় নাসেরের মৃত্যু; প্রথম নুহ ক্ষমতা লাভ করেন।
 • ৯৬৫: কারমাতি শাসক আবু মনসুরের মৃত্যু; হাসান আজমের ক্ষমতালাভ। ইখশিদি শাসক আবুল হাসান আলি নিহত; মালিক কাফুরের ক্ষমতা দখল। বাইজেন্টাইনদের হাতে তারসুসের পতন।
 • ৯৩৬: অভ্যুত্থানের মাধ্যমে ইবনে রাইক খলিফা আর-রাদির অধীনে আমির আল-উমারা হন। ইমাম আবুল হাসান আল-আশআরির মৃত্যু ।
 • ৯৯৮: সামানি শাসক দ্বিতীয় মনসুরের মৃত্যু, দ্বিতীয় আবদুল মালিকের ক্ষমতা লাভ। মাহমুদ গজনভি গজনির আমির হন।
 • ৯৪১: বাজকামের মৃত্যু, কুরতাকিন কর্তৃক ক্ষমতা দখল।
 • ৯৭৪: আব্বাসীয় খলিফা আল-মুতির ক্ষমতাত্যাগ; আল-তাইয়ের ক্ষমতাগ্রহণ।
 • ৯৭৮: বুইয়ি সুলতান ইজ্জ আল-দাওলার মৃত্যু, আবুদ আল-দাওলার ক্ষমতা দখল। আলেপ্পোর হামদানিরা বুইয়িদের হাতে ক্ষমতাচ্যুত।
 • ৯৭৭: সবুক্তগিন গজনভিদের আমির হন।
 • ৯৬৭: বুইয়ি শাসক সুলতান মুইজ আল-দাওলার মৃত্যু, ইজ্জ আল-দাওলার ক্ষমতালাভ। হামদানি শাসক সাইফ আল-দাওলার মৃত্যু।
 • ৯৬১: স্পেনে উমাইয়া খলিফা তৃতীয় আবদুর রহমানের মৃত্যু; দ্বিতীয় আল-হাকাম নতুন খলিফা হন। ইখশিদ শাসক উনগুরের মৃত্যু, আবুল হাসান আলির ক্ষমতালাভ।
 • ৯৩৮: অভ্যুত্থানের মাধ্যমে বাজকাম বাগদাদের ক্ষমতা দখল করেন।
 • ৯৬১: তুর্কি মামলুক আল্প তিগিন গজনভি শাসন প্রতিষ্ঠা করেন।
 • ৯৩২: কারাখানি খানাতের শাসক সালতুক বুগরা খানের ইসলামগ্রহণ।
 • ৯২৯: কারমাতিরা মক্কা আক্রমণ করে এবং কাবার দেয়াল থেকে হাজরে আসওয়াদ খুলে নেয়। স্পেনে তৃতীয় আবদুর রহমান নিজেকে কর্ডোবার খলিফা ঘোষণা করেন।
 • ৯৪২: ইবনে রাইক পুনরায় বাগদাদের ক্ষমতা দখল করেন।
 • ৯৬৯: বাইজেন্টাইনরা এন্টিওক দখল করে নেয় এবং আলেপ্পোকে আশ্রিত রাজ্যে পরিণত করে। ফাতেমীয়দের মিশর বিজয়।
 • ৯০৮: আব্বাসীয় খলিফা মুকতাফির মৃত্যু; আল-মুকতাদির নতুন খলিফা হন। সাফারি শাসনের সমাপ্তি। সামানি কর্তৃক সাফারি অঞ্চল একীভূত।
 • ৯৮৪: জিরি শাসক বুলুগিনের মৃত্যু, আল-মনসুর ইবনে বুলুগিনের ক্ষমতালাভ।
 • ৯০২: আব্বাসীয় খলিফা আল-মুতাদিদের মৃত্যু; আল-মুকতাফি নতুন খলিফা হন। সাফারি শাসক আমর বিন লাইসের মৃত্যু। টাওরমিনার পতনের ফলে মুসলিমদের সিসিলি বিজয় সম্পন্ন।
 • ৯৭২: বুলুগিন ইবনে জিরি আলজেরিয়ায় জিরি শাসন স্থাপন করেন।
 • ৯৪৪: আল-মুত্তাকি ক্ষমতাচ্যুত। আল-মুসতাকফি নতুন খলিফা হন। ইমাম আবু মনসুর আল-মাতুরিদির মৃত্যু ।
 • ৯২৮: মারদাওয়িজ ইবনে জিয়ার কর্তৃক তাবারিস্তানে জিয়ারি শাসন প্রতিষ্ঠিত।
 • ৯৬৮: ইখশিদি শাসক মালি কাফুরের মৃত্যু; আবুল ফাওয়ারিসের ক্ষমতালাভ।
 • ৯৮২: বুইয়ি সুলতান আবুদ আল-দাওলার মৃত্যু; সামসাম আল-দাওলার ক্ষমতালাভ।
 • ৯০৫: আবদুল্লাহ বিন হামদান মসুল এবং জাজিরায় হামদানি শাসন প্রতিষ্ঠা করেন। মিশরে তুলুনি শাসনের অবসান।
 • ৯৫১: কারমাতিদের খুলে নেয়া হাজরে আসওয়াদ কাবায় স্থাপন করা হয়।
 • ৯৯৯: কারাহান তুর্কি বুগরা খান বুখারা দখল করেন। সামানিদের পতন।
 • ৯৪০: আব্বাসীয় খলিফা আর-রাদির মৃত্যু; আল-মুত্তাকি নতুন খলিফা হন।
 • ৯১৩: সামানি শাসক আহমাদ সামানি নিহত; দ্বিতীয় নাসেরের ক্ষমতারোহণ।
 • ৯৩২: খলিফা মুকতাদিরের মৃত্যু; আল-কাহির নতুন খলিফা হন।
 • ৯৩১: আব্বাসীয় খলিফা আল-মুকতাদিরের ক্ষমতাচ্যুতি এবং পুনরায় ক্ষমতালাভ। কারমাতি শাসন আবু তাহিরের মৃত্যু; আবু মনসুরের ক্ষমতালাভ।
 • ৯৯৯: এই শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক মুসলিম জনসংখ্যা ১০ মিলিয়নে পৌছায়।
 • ৯৭৩: বাগদাদে শিয়া সুন্নি বিভাজন।
 • ৯৮৬: শারাফ আল-দাওলা কর্তৃক বুইয়ি সুলতান সামসাম আল-দাওলার ক্ষমতাচ্যুতি।
 • ৯৫৪: সামানি শাসক প্রথম নুহের মৃত্যু এবং আবদুল মালিকের ক্ষমতালাভ।
 • ৯৩৫: রুকন আল-দৌলা রাই অধিকার করে সেখানে বুইয়ি শাসন প্রতিষ্ঠা করেন। জিয়ারি শাসক মারদাউয়িজ নিহত; উশমগিরের ক্ষমতা লাভ। হামদানি শাসক আবদুল্লাহ ইবনে হামদানের মৃত্যু, নাসির আল-দৌলার ক্ষমতালাভ।
 • ৯৯১: আব্বাসীয় খলিফা আল-তাইয়ের ক্ষমতাচ্যুতি, আল-কাদিরের ক্ষমতালাভ।
 • ৯৮৯: বুইয়ি সুলতান শারাফ আল-দাওলার মৃত্যু, বাহা আল-দাওলার ক্ষমতালাভ।
 • ৯৭৫: ফাতেমীয় খলিফা আল-মুইজের মৃত্যু।
 • ৯১২: স্পেনে উমাইয়া শাসক আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল-উমাউয়ির মৃত্যু; তৃতীয় আবদুর রহমান কর্তৃক ক্ষমতা গ্রহণ।
 • ৯৮১: বাহরাইনে কারমাতি শাসনের অবসান।
 • ৯৯৭: সামানি শাসক দ্বিতীয় নুহের মৃত্যু, দ্বিতীয় মনসুরের ক্ষমতালাভ।
 • ৯৯৬: জিরি শাসক মনসুরের মৃত্যু, বাদিস ইবনে মনসুরের ক্ষমতালাভ।
 • ৯৪৫: তুজুনের মৃত্যু। শিরজাদ আমির আল-উমারা হন। মুইজ আল-দৌলা ক্ষমতা দখল করে ইরাকে বুইয়ি রাজবংশের শাসন প্রতিষ্ঠা করেন। আল-মুসতাকফি ক্ষমতাচ্যুত।
 • ৯৩৪: আব্বাসীয় খলিফা আল-কাহির ক্ষমতাচ্যুত; আর-রাদি নতুন খলিফা হন। ফাতেমীয় খলিফা উবাইদাল্লাহর মৃত্যু; আল-কাইম নতুন খলিফা হন। ফারসে ইমাদ আল-দাওলা কর্তৃক বুইয়ি শাসন প্রতিষ্ঠা।
 • ৯৭৬: বুইয়ি সুলতান ইজ্জ আল-দাওলা পুনরায় ক্ষমতা দখল করেন। সামানি শাসক প্রথম মনসুরের মৃত্যু, দ্বিতীয় নুহের ক্ষমতালাভ। স্পেনে উমাইয়া খলিফা দ্বিতীয় আল-হাকামের মৃত্যু, দ্বিতীয় হিশামের ক্ষমতালাভ।
 • ৯০৯: সাইদ ইবনে হুসাইন তার সহযোগী আবদুল্লাহ ইবনে নুসাইন আল-শিইর সহায়তায় আগলাবিদের ক্ষমতাচ্যুত করেন এবং উত্তর আফ্রিকায় ফাতেমীয় শাসন প্রতিষ্ঠা করেন। জিয়াদাতাল্লাহ অত্র অঞ্চল থেকে নির্বাসিত হন।
 • ৯০৩: কারমাতি শাসক আবু সাইদ জান্নাবি নিহত; আবু তাহিরের ক্ষমতা লাভ।
 • ৯৪৯: ফারসের বুইয়ি শাহ ইমাদ আল-দৌলার মৃত্যু, আদুদ আল-দৌলার ক্ষমতালাভ।
                                     
 • শ খ এট ক রণ ও য ক ত আল চন র উপর ভ ত ত কর প রত ষ ঠ ত ম থ ক শত ব দ ত বসর ও ব গদ দ এর প র ধ ন য ছ ল ক রআনক আল ল হর স ষ ট বল র ক রণ ত র
 • জ হ জ প নর য চ ল কর য ম সল ম ন ব কদ র অবদ ন রয ছ আরব ন ক ক র ব থ ক ক য র ভ ল ন মট এস ছ বল ধ রণ কর হয শত ব দ ত পর ত গ জদ র আগমন র আগ পর যন ত
 • দ ব ত য শত ব দ ত ইর ক র বসর ধর মতত ত ব র স ক ল একট নত ন আন দ লন র উদ ভ ত হয ছ ল বসর হ স ন র একজন ছ ত র ওয স ল ইবন আত ত ন একজন ম সল ম ক ন প প
 • শ ষভ গ গড ওঠ ল ই ম স ন য হ জর চত র থ শতক ব খ র ষ ট য ম শতকক ইসল ম র ইত হ স র ইসম ইল শ য শত ব দ বল অব হ ত কর ছ ন শ য র ব শ ব স কর য
 • হ জর ত ত য শত ব দ ত অন ক ম সল ম মণ ষ ব শ ব র ব ভ ন ন অঞ চল থ ক প রচ র হ দ স স গ রহ কর ন তন মধ য ব খ য ত হল ন ইম ম ব খ র ইম ম ম সল ম ইম ম আব দ উদ
 • অন যতম ছ ল অন য ন যদ র ন জস ব আত মরক ষ ম লক য ক ত ন র ভর ব য খ য পদ ধত ম শত ব দ ত আশআর ও ম ত র দ ধর মতত ত ব ম ত জ ল য ক ত ব দ ও হ ম বল আক ষর কত ব দ র

Users also searched:

...