Back

ⓘ দুধকলমি
দুধকলমি
                                     

ⓘ দুধকলমি

দুধকলমি, ফুলের পাপড়ির রং দুধের মতো সাদা বলে হয়তো এই নামকরণ করা হয়েছে। এই ফুলটি Indian Jalap নামেও সমাধিক পরিচিত।

                                     

1. বিবরণ

এটা ভারতীয় উপমহাদেশের খুবই পরিচিত একটি ফুল। পাতার দৈর্ঘ্য ৪ থেকে ১১ সেন্টিমিটার। গ্রামের রাস্তার পাশের ঝোপে, নদীর ধারের সিক্ত জমিতে কোনো ধারকে জড়িয়ে বেড়ে ওঠে। বীজের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে।