Back

ⓘ আল ফারুক ওমর বিন আল খাত্তাব মসজিদ
আল ফারুক ওমর বিন আল খাত্তাব মসজিদ
                                     

ⓘ আল ফারুক ওমর বিন আল খাত্তাব মসজিদ

আল ফারুক ওমর বিন আল খাত্তাব মসজিদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত একটি মসজিদ। মসজিদটি ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাবের নামে নামকরণ করা হয়েছে। মূআল ফারুক ওমর বিন আল খাত্তাব মসজদটি একই জায়গায় ১৯৮৬ সালে স্থাপন করা হয়।

২০০৩ এবং ২০১১ এ খালাফ আহমেদ আল হাবতুএর নির্দেশে মসজিদটির দুইবার সংস্কার কাজ করা হয়। এটি জনসাধারণের জন্য ২৯ অক্টোবর ২০১১ খোলে দেয়া হয়।

আল ফারুক ওমর বিন আল খাত্তাব মসজিদে ২০০০ জন মুসল্রি একসাথে সালাত আদায় করতে পারে এবং মসজিদটিকে সংযুক্ত আরব আমিরাতে বৃহত্তম মসজিদ হিসেবে বিবেচনা করা হয়। জুমেইরাহ শাহী মসজিদ এবং দুবাইয়ের প্রয়াত শেখ যায়েদ বিন সুলতান আল নাহিয়ান মসজিদেপর তৃতীয় মসজিদ হিসেবে এই মসজিদের দরজা অমুসলিমদেরও প্রবেশের অনুমতি রয়েছে।

আল ফারুক ওমর বিন আল খাত্তাব মসজিদ এবং কেন্দ্র ইসলামি বিশিষ্ট ব্যক্তিত্ব শেখ আহমদ আল নাহাস, হারাম আল মাকি মসজিদের মোয়াজ্জেনকে উষ্ণ অর্ভ্যথনা জানায়।

                                     

1. নকশা

মসজিদের দেয়ালে খোদিত নকশা ইস্তানবুলের সুলতান আহমেদ মসজিদের নকশায় অণুপ্রাণিত হয়ে অঙ্কন করা হয়েছে এবং এই নকশায় আন্দালুশীয় বৈশিষ্ট্য রয়েছে। আন্দালুশীয় শিল্প একটি ইসলামি শিল্পকর্ম। ৭১১ খ্রিষ্টাব্দে মুর মুসলিমরা প্রথমবারের মতে দক্ষিণ স্পেনে জয় করেন। এটির প্রভাব মসজিদের ভিতর এবং বাহির উভয় স্থানে সুস্পষ্ট। ঐ নকশাগুলো ৬০ জন মরক্কেীয় কারিগর কর্তৃক খোদিত হয়েছে।

মসজিদটির ভিতরের নকশায় বিভিন্ন প্রকারের বৈশিষ্ট্য রয়েছে। মসজিদের গালিচা বিশেষভাবে জার্মানীতে তৈরী করা হয়েছে; নতুন প্রযুক্তির শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবস্থা করা হয়েছে। মূল গম্বুজটির উচ্চতা প্রায় ৩০ মিটার। মসজিদটিতে ছোট বড় আরো ১৫টি গম্বুজসহ ৪টি অতিরিক্ত ছোট গম্বুজ রয়েছে যেগুলো মূল গম্বুজটিকে ঘিরে রেখেছে।

                                     

2. আল ফারুক মসজিদ

 • মসজিদের পাঠাগারে প্রায় ৪,০০০টি ইসলামি বিষয়কসগ অন্য ধর্মের গ্রন্থও রয়েছে।
 • মসজিদ কমপ্লেক্সের আয়তন ৮,৭০০ বর্গ মিটার। শুধুমাত্র মসজিদের আয়তনই হচ্ছে ৪,২০০ বর্গ মিটার
 • ইমাম এবং মোয়াজ্জেনের শয়ন কক্ষ।
 • একসাখে দুই হাজার সালত আদায়কারীর স্থান।
 • শ্রেণী কক্ষ
 • লেকচার হল
 • তরুণ সংঘ
 • প্রশাসনিক কক্ষ
 • মসজিদটির মোট আায়তন ৯৩,০০০ বর্গ ফুট
                                     
 • অন তর প রব শ কর ছ ব খ র র বর নন য আরও রয ছ ইসল ম গ রহণ র প র ব ওমর ইবন খ ত ত ব ত র ব ন ফ ত ম ও ভগ ন পত স ঈদক ইসল ম গ রহণ র ক রণ দড দ য ব ধ
 • দ ব ই আল ফ র ক ওমর ব ন আল খ ত ত ব মসজ দ দ ব ই আল ব দ য মসজ দ ফ জ ইর হ স য ক ত আরব আম র ত র প র চ নতম মসজ দ শ খ জ য দ মসজ দ ফ জ ইর হ