Back

ⓘ অশোক সিংঘল
                                     

ⓘ অশোক সিংঘল

অশোক সিংঘল অশোক সিংঘল একজন কট্টর হিন্দু নেতা ছিলেন। ডিসেম্বর ২০১১ তে তার স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে তাকে বিশ্ব হিন্দু পরিষদের অধ্যক্ষ পদ ত্যাগ করেন, যেখানে এখন প্রবীণ তেগড়িয়া বহাল আছেন।

গুড়গাঁও স্থিত মেদান্ত হাসপাতালে দুপুর ২:২৪, ১৭ নভেম্বর ২০১৫ তে তার মৃত্যু হয়।