Back

ⓘ হেলিওদোরাস স্তম্ভ




হেলিওদোরাস স্তম্ভ
                                     

ⓘ হেলিওদোরাস স্তম্ভ

হেলিওদোরাস স্তম্ভ আনুমানিক ১১৩ খ্রিস্টপূর্বাব্দে শুঙ্গ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত প্রাচীন বিদিশা নগরীতে স্থাপিত একটি প্রস্তর স্তম্ভ, যা বর্তমানে এই স্তম্ভ ভারতের মধ্য প্রদেশ রাজ্যের বিদিশা শহরে অবস্থিত। হেলিওদোরাস স্তম্ভ একটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার যেটি প্রমাণ করে যে বাইশ শতাব্দী আগেও বৈদিক নীতির পশ্চিমী অনুগামী ছিল ।

                                     

1. লিপি

বিদিশা নগরীতে স্থাপিত হেলিওদোরাস স্তম্ভে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় যে, তক্ষশীলার বাসিন্দা দিওনের পুত্র তথা ইন্দো-গ্রিক শাসক আন্তিয়াল্কিদাস নিকেফোরোসের দূত হেলিওদোরাস শুঙ্গ সম্রাট ভগভদ্রের শাসনকালে বিদিশা নগরীতে উপস্থিত হয়ে বিষ্ণুর উদ্দেশ্যে এই স্তম্ভ স্থাপন করেন। এই স্তম্ভে উৎকীর্ণ লিপি নিম্নরূপ-

শিলালিপিআর একটি অংশ

  • 1) Trini amutapadani- anuthitani
  • 2) nayamti svaga damo chago apramado

তিন চিরন্তন রীতিনীতিপদাঙ্ক.যার অনুশীলন করলে মোক্ষলাভ হয়- আত্ম সংবরণ,দানশীলতা, চেতনা ।