Back

ⓘ পাতি গেছো ছুঁচো
পাতি গেছো ছুঁচো
                                     

ⓘ পাতি গেছো ছুঁচো

পাতি গেছো ছুঁচো বা গেছো ছুঁচো বা গেছো চিকা হচ্ছে Tupaiidae পরিবারের একটি ছুঁচো প্রজাতি। এদেরকে থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। এটি আইইউসিএন কর্তৃক ন্যূনতম বিপদগ্রস্ত প্রজাতি হিসেবে বিবেচিত এবং বাসস্থান ধ্বংসের কারণে ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।