Back

ⓘ সোবণশিরি নদী
সোবণশিরি নদী
                                     

ⓘ সোবণশিরি নদী

সোবণশিরি নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদের উত্তর বাহিনী উপনদী। এটি তিব্বত এবং ভারতের অরুণাচল প্রদেশ ও অসমে বয়েছে। সোবণশিরির দৈর্ঘ্য ২৭৫ মাইল, অববাহিকার কালি ১২,৬০০ বর্গমাইল। ব্রহ্মপুত্রের সর্ববৃহৎ উপনদী হচ্ছে সোবণশিরি। এটি ব্রহ্মপুত্রের জলরাশির ৭.৯২% জলের যোগান দেয়।

                                     

1. গতিপথ

সোবণশিরি নদী প্রথমে পূর্ব ও দক্ষিণ-পূর্বে বয়ে ভারতে প্রবেশ করে অসম উপত্যকায় দক্ষিণ দিকে বয়েছে। অসমের লখিমপুর জেলায় সোবণশিরি নদী ব্রহ্মপুত্রের নদের সহিত মিলিত হয়েছে।

                                     
  • প র য ব ঘ বর তম ন এই ত র থস থ নট বল হ চ মপর এব চ প র র মধ য র স বণশ র ন ম র স থ ন অবস থ ত প র ব সত র র ভ ম য খ ন এট ম ল অবস থ ত ছ ল
  • ছ ত র ব স সম হ র ন ম হল: ম নস, দ হ ক ম ধ নস ড স য কপ ল বর ক, স বণশ র উম য ম, ল হ ত, দ ব এব ব রহ মপ ত র সবচ য বড ছ ত র ব স হল ব রহ মপ ত র
  • ত নস ক য জ ল ড ব র গড জ ল গ ল ঘ ট জ ল শ বস গর জ ল জ ড হ ট জ ল স বণশ র ড ক র জ য ভরল জ য ধনশ র বরনদ প গল দ য ম নস, ড ব র ব ঢ

Users also searched:

...