Back

ⓘ অনন্তমূল
অনন্তমূল
                                     

ⓘ অনন্তমূল

অনন্তমূল, হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি উদ্ভিদ প্রজাতি।এর আদিবাস ভারত। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী আইনের তফসিল-৪ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত। এর আছে নানা ভেষজ গুণ। এই গণে প্রজাতির সংখ্যা ১টি।

                                     

1. বিবরণ

অনন্তমূল সরু এবং লতা জাতীয় উদ্ভিদ। এদের পাতা যুক্ত এবং কাণ্ডের দুদিকে জন্মায়। ফলের বাইরের দিক সবুজ বর্ণেআর ভেতরে অংশ বেগুনি। এদের বীজ দেখতে ছোট আকারের ও চ্যাপ্টা। বীজের রং কালো হয়। অনন্তমূলে বর্ষাযকালে ফুল ফোটে। আশ্বিন থেকে পৌষ মাসে ফল পাকে। সেসময়েই চাষাবাদ করা যায়।