Back

ⓘ লিউকাস




লিউকাস
                                     

ⓘ লিউকাস

লিউকাস হচ্ছে একটি গণের নাম। এই গণের প্রথম বিবরণ দেন ১৮১০ সালে রবার্ট ব্রাউন। এই গণে আছে প্রায় ২০০ প্রজাতি। এটি আফ্রিকার বেশিরভাগ, দক্ষিণ ও পূর্ব এশিয়া, ইরান, ভারত, চীন, জাপান, ইন্দোনেশিয়া ইত্যাদি এলাকায় বিস্তৃত, যদিও কিছু প্রজাতি কুইন্সল্যান্ড এবং ভারত মহাসাগরের অন্যান্য দ্বীপে পাওয়া যায়।