Back

ⓘ ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরী
ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরী
                                     

ⓘ ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরী

ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরী একটি বিজ্ঞান ও প্রযুক্তি জাতীয় গবেষণাগার। এলাকার ভিত্তিতে ওআরএনএল হলো বৃহত্তম বিজ্ঞান এবং শক্তি জাতীয় গবেষণাগার। এটি টেনেসীর ওকে রিজে অবস্থিত। এটি বস্তু, নিউট্রন বিজ্ঞান, শক্তি, হাই-পারফরম্যান্স কম্পিউটিং, সিস্টেমস বায়োলজি এবং জাতীয় নিরাপত্তার উপর গুরুত্বারোপ করে।