Back

ⓘ আমির হোসেইন সাদেঘি
আমির হোসেইন সাদেঘি
                                     

ⓘ আমির হোসেইন সাদেঘি

আমির হোসেইন সাদেঘি অথবা সাদেকি ; হলেন একজন ইরানী ফুববল খেলোয়াড়; যিনি বর্তমানে ইরানিয়ান প্রিমিয়ার লীগে ইসতেঘালাল ক্লাব এর হয়ে খেলছেন। তিনি সাধারণত একজন মধ্যেমভাগের সেন্টার-ব্যাক ডিফেন্ডার হিসেবে খেলে থাকেন।

                                     

1. অর্জন

ক্লাব

ইস্তেঘালাল
  • হাজফি কাপ: ২০০৩–০৪ রানার-আপ, ২০০৭–০৮
  • ইরান প্রো লীগ: ২০০৩–০৪ রানার-আপ, ২০০৫–০৬, ২০১০–১১ রানার-আপ, ২০১২–১৩
ট্রাক্টর সাজি
  • ইরান প্রো লীগ: ২০১১–১২ রানার-আপ