Back

ⓘ পাকবিড়রা
পাকবিড়রা
                                     

ⓘ পাকবিড়রা

পাকবিড়রা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার পুরুলিয়া শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে পুঞ্চা থানার অন্তর্গত পুঞ্চা সমষ্টি উন্নয়ন ব্লকের প্রত্নস্থল। পাকবিড়রার পুরাক্ষেত্রের প্রাচীনত্ব সম্বন্ধে সঠিক সিদ্ধান্তে এখনো উপনীত হওয়া না গেলেও অনুমান করা হয় এই অঞ্চলের ভাস্কর্য ও স্থাপত্য আনুমানিক দ্বাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর।

                                     

1. চৈত্য

পাকবিড়ার পুরাক্ষেত্রে চারটি চৈত্যের অস্তিত্ব বর্তমান। চৈত্যগুলির উচ্চতা আড়াই থেকে তিন ফুটের মধ্যে। প্রতিটি চৈত্যের চারদিকে চারজন তীর্থঙ্করের মূর্তি ও তাদের লাঞ্ছনচিহ্ন বর্তমান। প্রথম চৈত্যে পার্শ্বনাথ, কুন্থুনাথ, আদিনাথ ও মহাবীর, দ্বিতীয় চৈত্যে অরনাথ, শান্তিনাথ, চন্দ্রপ্রভ ও অজিতনাথ, তৃতীয় চৈত্যে চন্দ্রপ্রভ, আদিনাথ, পার্শ্বনাথ ও শান্তিনাথ এবং চতুর্থ চৈত্যে পার্শ্বনাথ, মহাবীর, চন্দ্রপ্রভ ও আদিনাথ তীর্থঙ্করের মূর্তি।

                                     

2. দেউল

পাকবিড়ায় বর্তমানে একটিও পূর্ণাঙ্গ প্রাচীন দেউল নেই। বর্তমান তিনটি দেউলের অস্তিত্ব রয়েছে। এই দেউলগুলির প্রবেশপথে কারুকার্যমন্ডিত কোন খিলান নেই। প্রথম দেউলটিতে সাড়ে চার ফুট উচ্চ ও দুই ফুট প্রস্থের পদ্মের ওপর কায়োৎসর্গ মুদ্রায় দন্ডায়মান শান্তিনাথ তীর্থঙ্করের মূর্তি বর্তমান। মূর্তির চারপাশে চব্বিশ জন তীর্থঙ্করের মূর্তি, দুইপাশে দুইটি চামরধারী মূর্তি ও লাঞ্ছনচিহ্ন হরিণের মূর্তি বর্তমান। দেউলের ভেতরে পাথরের ওপর খোদিত একটি লিপি বর্তমান যার পাঠোদ্ধার এখনো পর্যন্ত হয়নি। উত্তরমুখী এই দেউলের প্রবেশপথের ডানদিকে চার ফুট লম্বা ও দুই ফুট চওড়া তীর্থঙ্করের পট রয়েছে, যার ষোলটি সারির প্রতিটিতেই চব্বিশ জন তীর্থঙ্করের মূর্তি খোদিত রয়েছে। পটটির শীর্ষদেশে ধ্যানরত আদিনাথ তীর্থঙ্করের মূর্তি রয়েছে। দ্বিতীয় দেউলের ভেতরে উচ্য বেদীতে চার ফুট লম্বা পদ্মের ওপর কায়োৎসর্গ মুদ্রায় দন্ডায়মান আদিনাথ তীর্থঙ্করের মূর্তি বর্তমান। মূর্তির চারপাশে চব্বিশ জন তীর্থঙ্করের মূর্তি, দুইপাশে দুইটি চামরধারী মূর্তি এবং ওপরে গন্ধর্ব ও গন্ধর্বীর মূর্তি রয়েছে। তৃতীয় দেউলটি পঁচিশ ফুট উচ্চ ও এতে কোন মূর্তি নেই।

                                     
  • বর ষণ ম মল স স ক ত প রত নস থল গড পঞ চক ট ত লক প দ উল ক র শজ ড প কব ড র ব র ম স য স ইস ব শগড রক ষতপ র শ ক স ন ড শ কড ব ন দ ব উর ড
  • বর ষণ ম মল স স ক ত প রত নস থল গড পঞ চক ট ত লক প দ উল ক র শজ ড প কব ড র ব র ম স য স ইস ব শগড রক ষতপ র শ ক স ন ড শ কড ব ন দ ব উর ড
  • বর ষণ ম মল স স ক ত প রত নস থল গড পঞ চক ট ত লক প দ উল ক র শজ ড প কব ড র ব র ম স য স ইস ব শগড রক ষতপ র শ ক স ন ড শ কড ব ন দ ব উর ড
  • বর ষণ ম মল স স ক ত প রত নস থল গড পঞ চক ট ত লক প দ উল ক র শজ ড প কব ড র ব র ম স য স ইস ব শগড রক ষতপ র শ ক স ন ড শ কড ব ন দ ব উর ড
  • বর ষণ ম মল স স ক ত প রত নস থল গড পঞ চক ট ত লক প দ উল ক র শজ ড প কব ড র ব র ম স য স ইস ব শগড রক ষতপ র শ ক স ন ড শ কড ব ন দ ব উর ড
  • বর ষণ ম মল স স ক ত প রত নস থল গড পঞ চক ট ত লক প দ উল ক র শজ ড প কব ড র ব র ম স য স ইস ব শগড রক ষতপ র শ ক স ন ড শ কড ব ন দ ব উর ড
  • বর ষণ ম মল স স ক ত প রত নস থল গড পঞ চক ট ত লক প দ উল ক র শজ ড প কব ড র ব র ম স য স ইস ব শগড রক ষতপ র শ ক স ন ড শ কড ব ন দ ব উর ড
  • বর ষণ ম মল স স ক ত প রত নস থল গড পঞ চক ট ত লক প দ উল ক র শজ ড প কব ড র ব র ম স য স ইস ব শগড রক ষতপ র শ ক স ন ড শ কড ব ন দ ব উর ড

Users also searched:

...