Back

ⓘ জোহানস্‌ ভারমিরের অঙ্কিত চিত্রের তালিকা
জোহানস্‌ ভারমিরের অঙ্কিত চিত্রের তালিকা
                                     

ⓘ জোহানস্‌ ভারমিরের অঙ্কিত চিত্রের তালিকা

১৬শ শতকের ওলন্দাজ চিত্রশিল্পী জোহানস্‌ ভারমির সমসাময়িক চিত্রশিল্পীদের তুলনায় সংখ্যায় বেশ অল্প চিত্র অঙ্কন করেছেন। তার সৃজিত ৩৮টি চিত্রকর্মের তালিকা পাওয়া যায়।

                                     

1. Disputed Paintings

ঐতিহাসিক দলিল, যেমন: নিলামের তথ্য হতে দেখা যায় যে, ভারমির-এর আরো অনেকগুলো অঙ্কিত চিত্র সম্ভবত: বর্তমানে ধ্বংস হয়ে গিয়েছে, বা লোক-চক্ষুর আড়ালে রয়েছে, বা হারিয়ে গিয়েছে অথবা, সম্ভবত: ভুলবশত: অন্যান্য শিল্পীদের নামে প্রচলিত রয়েছে। যদিও, নিশ্চিতভাবেই ভারমির-এর হারিয়ে যাওয়া চিত্রসমূহের একটি তালিকা পাওয়া যায়, যাতে যুক্ত আছে:

 • এক ব্যক্তি নিজের হাত ধুচ্ছে - একটি চিত্র
 • পথের দ্বিতীয় দৃশ্য - একটি চিত্র প্রথমটি হচ্ছে: ছোট্ট রাজপথ
 • আত্ম-প্রতিকৃতি - একটি চিত্র
 • সমাধিতে বেড়ানো - একটি চিত্র সম্ভবত: বাইবেল সংক্রান্ত
 • ভারমিরের অঙ্কিত মুখাবয় নামে তার প্রথম দিকে অঙ্কিত একটি চিত্র
 • বৃহস্পতি - একটি চিত্র
                                     

2. উত্স

 • Wheelock, Arthur K. Vermeer: The Complete Works. New York: Harry N. Abrams, 1997. আইএসবিএন ০-৮১০৯-২৭৫১-৯
 • Bonafoux, Pascal. Vermeer. New York: Konecky & Konecky, 1992. আইএসবিএন ১-৫৬৮৫২-৩০৮-৪
 • Cant, Serena. Vermeer and His World 1632–1675, Quercus Publishing Plc, 2009. আইএসবিএন ৯৭৮-১-৮৪৮৬৬-০০১-৪
                                     
 • জ দ ঘর রক ষ ত আছ এট ক কখনও কখনও উত তর র ম ন ল স ব ওলন দ জ ম ন ল স ন ম ও ড ক হয জ হ নস ভ রম র জ হ নস ভ রম র র অঙ ক ত চ ত র র ত ল ক
 • চ ত র অত যন ত ন প নত র স থ আল ক র ব যবহ র র জন য পর চ ত জ হ নস ভ রম র র অঙ ক ত চ ত র র ত ল ক ওলন দ জ স বর ণ য গ র চ ত রকল The Procuress: Evidence

Users also searched:

...