Back

ⓘ বিষয়শ্রেণী:১৯৫৬-এ প্রতিষ্ঠিত
                                               

চাংশা ইভিনিং নিউজ

চাংশা ইভিনিং নিউজ ১ জুলাই, ১৯৫৬ সালে চাংশা ইভিনিং নিউজ প্রেস গ্রুপ কর্তৃক প্রতিষ্ঠিত হয়, যা চীনের হুনান প্রদেশের চাংশা সিটির একটি সংবাদপত্র। এটি একটি ২৪ পৃষ্ঠার ব্রডশিট সংবাদপত্র। ২০০৪ সালের আগস্টে উভয় পার্শ্বে রঙিন মুদ্রণে প্রকাশিত এটি হুনান প্রদেশের প্রথম পত্রিকা। সমন্বিত মিডিয়া প্রচার করতে, চাংশা ইভিনিং নিউজ মিডিয়া সৃজনশীল পণ্য এবং প্রযুক্তিগত উদ্ভাবন ও আধুনিকায়নের "রিসোর্স শেয়ারিং" মাধ্যম হয়ে উঠেছে।

                                               

ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা

ঝালকাঠি এন এস কামিল মাদরাসা বা নেছারাবাদ কামিল মাদরাসা বাংলাদেশের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ঝালকাঠি জেলার বাসন্ডায় অবস্থিত। ১৯৫৬ সালে মাওঃ মুহাম্মদ আযীযুর রহমান নেছারাবাদী মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। এখানে দাখিল, আলিম, ফাযিল ও কামিল শ্রেণীতে পাঠদান করা হয়। এর দাখিল ও আলিম শিক্ষা কার্যক্রম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ফাযিল ও কামিল শিক্ষা কার্যক্রম ইসলামী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত।

                                               

ঠাকুরগাঁও চিনি কল লিমিটেড

১৯৫৬ সালে এই শিল্প প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ শুরু হয়ে ১৯৫৮ সালে সমাপ্ত হয় এবং ১৯৫৮-৫৯ সাল থেকে এটিতে চিনি উৎপাদন শুরু হয়। স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে।

                                               

দশরথ রঙ্গশালা

দশরথ রঙ্গশালা স্টেডিয়াম নেপালের কাঠমান্ডু, ত্রিপুরেশ্বরে একটি বহুমুখী স্টেডিয়াম। এটি নেপালের সবচেয়ে বড় স্টেডিয়াম। বর্তমানে এটি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক ও বিনোদন কর্মসূচীতে বেশি ব্যবহৃত হয়। স্টেডিয়াম ধারণ ক্ষমতা ২৫,০০০ এবং আসন সংখ্যা ৫,০০০। স্টেডিয়ামটি ১৯৫৬ সালে নির্মিত হয়। নেপালের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অধিকাংশই এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। নেপালের জাতীয় ফুটবল লিগ প্রতি বছর এই স্টেডিয়ামে হয়। দশরথ চাদ, ​​নেপালের শহীদের নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়।

                                               

ফৌজদারহাট কে এম হাই স্কুল

ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের পশ্চিম পার্শ্বে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পার্শ্বে বিদ্যালয়টি অবস্থিত। বন্দর নগরী চট্টগ্রাম শহর হতে ১০ কিলোমিটার উত্তরে বিদ্যালয়টি অবস্থিত।

                                               

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বাংলাদেশের একটি অলাভজনক চিকিত্সা সংস্থা। এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত অধ্যাপক একে আজাদ খান সমিতির বর্তমান সভাপতি। এটিকে সংক্ষেপে বলা হয় বাডাস।

                                               

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত)

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক স্থাপিত একটি বিধিবদ্ধ সংস্থা। এটি ১৯৫৬ সালে গঠিত হয়। এর কাজ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সংহতি স্থাপন, মান নির্ণয় ও পরিচর্যা। ইউজিসি ভারতের বিশ্ববিদ্যালয়গুলিকে অনুমোদন দেয় এবং সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিকে অর্থসাহায্য করে। এর প্রধান কার্যালয় নতুন দিল্লিতে। পুনে, ভোপাল, কলকাতা, হায়দ্রাবাদ, গুয়াহাটি ও বেঙ্গালুরুতে এর ছয়টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। ২০০৯ সালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে, সরকার ইউজিসি তুলে দেওয়ার পরিকল্পনা করেছে। দুর্নীতি ও অদক্ষতার জন্য সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে বলে জানানো হয়েছে। ইউজিসির ...

                                               

স্টার জুট মিলস লিমিটেড

স্টার জুট মিলস লিমিটেড বাংলাদেশের খুলনা জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনস্থ ২৬টি মিলের মধ্যে খুলনা অঞ্চলের অধীনে থাকা ৯টি প্রতিষ্ঠানের মধ্যকার অন্যতম প্রধান পাটকল।