Back

ⓘ তা চুং সু মন্দির
তা চুং সু মন্দির
                                     

ⓘ তা চুং সু মন্দির

বড় ঘণ্টার মন্দির বা দা জোং মন্দির, এর আসল নাম তা চুং সু মন্দির বৌদ্ধদের একটি মন্দির যা চীনের বেইজিং-এর বেসানহুন সড়কে অবস্থিত।

মন্দিরটি ১৭৩৩ সালে সম্রাট ইয়ংলুর শাসন আমলে তৈরি করা হয়েছিল যখন চীনে সম্রাটের শাসন চলছিল ১৬৪৪-১৯১১। মন্দিরের ভেতর ইয়ংলু বড় ঘণ্টা থেকে মন্দিরটির নামকরণ করা হয়। চীনের বিজ্ঞান একাডেমির এক পর্যবেক্ষনেপর বলা হয়, মন্দিরের ঘণ্টাটি ১২০ ডেসিবল পর্যন্ত শব্দ তৈরি করতে পারে এবং এর শব্দ রাতে ৫০ কিলোমিটার দূর থেকেও শুনা যায়। অনেক সংগীতগ্গ এর শব্দকে শ্রুতি মধুর ও অনেক গভীর ও মেলডিয়াস বলে আখ্যা দিয়েছেন। এর ফ্রিকুয়েন্সি ২২ থেকে ৮০০ হাটর্জ।

অ্যাবাউট.কম এর মতে:

ঘণ্টাটির ওজন ৪০ টন। এর উচ্চতা ৫.৫ মিটার ও ব্যাস ৩.৩ মিটার। ঘণ্টাটি শুধুমাত্এর বড় আকৃতির জন্যই বিখ্যাত না, তার চেয়ে গুরত্বপূর্ণ এর মধ্যে বৌদ্ধ ধর্মগ্রন্থের ২৩০,০০০ টি চরিত্র খোদাই করা।