Back

ⓘ সিলাকান্থ
সিলাকান্থ
                                     

ⓘ সিলাকান্থ

সিলাকান্থ =ফাঁপা, অ্যাকন্থো= কাঁটা) একপ্রজাতির বিলুপ্তপ্রায় মাছ যাদের জীবিত জীবাশ্ম বলে নির্দেশ করা হয়। এটি বৈজ্ঞানিকভাবে Latimeria chalumnae নামে পরিচিত। ভারত মহাসাগরীয় এলাকায় এই মাছটি দেখা যায়। এর দুটি প্রজাতির একটি আফ্রিকার পূর্ব উপকূলে কমোরোজ দ্বীপপুঞ্জের কাছে এবং অপরটি ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে। ফসিল প্রমাণ অনুসারে ক্রিটেসাস বিলুপ্ত মনে করা হলেও দক্ষিণ আফ্রিকার চালুমনা নদীর মোহনায় স্থানীয় যাদুঘরের কিউরেটর মিস ল্যাটিমার জীবিত সিলাকান্থ পুনরাবিষ্কার করেন।

                                     

1. দৈহিক বৈশিষ্ঠ্য

  • আঁশ কসময়েড ধরনের।
  • পুচ্ছপাখনা তিনভাগে বিভক্ত।
  • দৈর্ঘ্য: ২ মি. ৬.৫ ফুট
  • ওজন: ৯০ কে.জি. ১৯৮ পা.
  • বায়ু শ্বাস নেওয়া লাংফিসদের নিকটাত্মীয়।
  • জীবনকাল: ৬০ বছর প্রাকৃতিক পরিবেশে
  • কয়েকটিমাত্র জীবিত পায়ের মত অস্থিযুক্ত পাখনাবিশিষ্ট lobe-finned মাছেদের অন্যতম
  • প্রাচীনম চোয়ালযুক্ত মাছ
  • করোটি অস্থিসন্ধিযুক্ত।
                                     
  • পর জ ত হয ছ ধ রণক ষমত ব শ ষ ট স ইদ ম হ ম মদ শ খ স ট ড য ম স ল ক ন থ ন ম পর চ ত এই দলট ত দ র সকল হ ম ম য চ আয জন কর থ ক এই দল র প রধ ন