Back

ⓘ যশ চোপড়া
যশ চোপড়া
                                     

ⓘ যশ চোপড়া

যশ রাজ চোপড়া ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক, যিনি মূলত হিন্দি ভাষার চলচ্চিত্রে কাজ করতেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা কোম্পানি যশ রাজ ফিল্মসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং এগারোটি ফিল্মফেয়ার পুরস্কার। তাকে ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে গণ্য করা হয়। চলচ্চিত্রে তার অবদানের জন্য ভারত সরকার তাকে ২০০১ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৫ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদকে ভূষিত করে। ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস তাকে আজীবন সদস্যপদ প্রদান করে, ফলে তিনিই প্রথম ভারতীয় হিসেবে এই সম্মাননা লাভ করেন।

                                     

1. কর্মজীবন

যশ চোপড়া কাজ শুরু করেন সহকারী পরিচালক হিসেবে আই এস জোহর এবং বি আর চোপড়ার সাথে। ১৯৫৯ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম ছবি ‘ধুল কা ফুল’। পরবর্তী সময়ে ‘ওয়াক্ত’, ‘ইত্তেফাক’, ‘দিওয়ার’, ‘কালা পাথর’, ‘সিলসিলা’, ‘চাঁদনি’, ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বীর-জারা’ ছাড়াও মোট ২২টি ছবি পরিচালনা করেন তিনি। যশ রাজ পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র যাব তাক হ্যায় জান । এটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও অনুশকা শর্মা। ছবিটি নির্মাণ শুরু করার আগেই ঘোষণা দেন; এটি তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র। এবং ছবিটি নির্মাণ সম্পূর্ণ হওয়াপর তিনি গত ২১ আগস্ট, ২০১২-এ মৃত্যুবরণ করেন।

                                     

2. পুরস্কার ও সম্মাননা

 • পদ্মভূষণ - ২০০৫

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রযোজক

 • শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - চাঁদনী - ১৯৯০
 • শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - ডর - ১৯৯৪
 • শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে - ১৯৯৬
 • শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - দিল তো পাগল হ্যায় - ১৯৯৮
 • শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - বীর-জারা - ২০০৫

ফিল্মফেয়ার পুরস্কার

পরিচালক
 • শ্রেষ্ঠ পরিচালক - ওয়াক্ত - ১৯৬৫
 • শ্রেষ্ঠ পরিচালক - দাগ - ১৯৭৩
 • শ্রেষ্ঠ পরিচালক - ইত্তেফাক - ১৯৬৯
 • শ্রেষ্ঠ পরিচালক - বীর-জারা - ২০০৪
 • শ্রেষ্ঠ পরিচালক - দিওয়ার - ১৯৭৫
প্রযোজক
 • শ্রেষ্ঠ চলচ্চিত্র - দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে - ১৯৯৫
 • শ্রেষ্ঠ চলচ্চিত্র - লামহে - ১৯৯১
 • শ্রেষ্ঠ চলচ্চিত্র - বীর-জারা - ২০০৪
 • শ্রেষ্ঠ চলচ্চিত্র - দিল তো পাগল হ্যায় - ১৯৯৭
বিশেষ পুরস্কার
 • ফিল্মফেয়ার পাওয়ার অ্যাওয়ার্ড - ২০০৭
 • ফিল্মফেয়ার পাওয়ার অ্যাওয়ার্ড - ২০০৬
 • ফিল্মফেয়ার পাওয়ার অ্যাওয়ার্ড - ২০০৮