Back

ⓘ প্রভাতি বাদুড়
প্রভাতি বাদুড়
                                     

ⓘ প্রভাতি বাদুড়

প্রভাতি বাদুড় এরা Pteropodidae পরিবারের অন্তর্ভুক্ত বাদুড়। মিয়ানমার ও উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশির ভাগ দেশেই এ বাদুড়ের উপস্থিতি। দিনের বেলা এই বাদুড় দলবেঁধে কোনো অন্ধকার গুহায় বিশ্রাম নেয়। এরা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ গাছসহ অনেক উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে।