Back

ⓘ খুলনা বিভাগ
খুলনা বিভাগ
                                     

ⓘ খুলনা বিভাগ

খুলনা বিভাগ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে একটি এবং এটি দেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। ২০১১ সালের আদমশুমারী অনুয়ায়ী, বিভাগটির আয়তন ২২,২৮৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১৫,৫৬৩,০০০ জন। খুলনা বিভাগের সদর দপ্তর খুলনা শহর। এই বিভাগের সদর দপ্তর খুলনা শহর হলো ঢাকা ও চট্টগ্রাম শহরের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা নদী এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চল বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনা ও যশোর এবং কুষ্টিয়া অঞ্চল নিয়ে গঠিত এই বিভাগ কে শিল্প ইন্ডাস্ট্রির বিভাগ হিসেবে ডাকা হয়। খুলনা শহর থেকে ৪৮ কি.মি. দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দর অবস্থিত।এছাড়া দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বন্দর খুলনা বিভাগের যশোরে অবস্থিত।এছাড়া কুষ্টিয়ায় রয়েছে ভারী শিল্পাঞ্চল।বাংলাদেশের কয়েকটি উঁচু ভবনের মধ্যে কুষ্টিয়ার বিআরবি কেবল টাওয়ার ৪০ তালা অন্যতম।এছাড়া যশোরে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের ভিটা,কুষ্টিয়ায় রয়েছে কবি রবীন্দ্রনাথের ভিটা,বাগেরহাটে রয়েছে ষাট গম্বুজ মসজিদ সহ খুলনা বিভাগের জেলা গুলো তে রয়েছে অনেক নিদর্শন।পৃথিবী বিখ্যাত উপকূলীয় বন সুন্দরবন খুলনা বিভাগের দক্ষিণাংশে অবস্থিত। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সুন্দরবনের বিস্তৃতি ঘটেছে। খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়।এছাড়া কুষ্টিয়া তে রয়েছে লালন শাহ এর মাজার এবং যশোরে রয়েছে বহু ঐতিহাসিক সব নিদর্শন। রাজধানী ঢাকা থেকে খুলনা শহরের দূরত্ব সড়কপথে ৩৩৩কি.মি.। রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলের সংগে স্থলপথ, আকাশপথ, জলপথ ব্যবহার করা যায়। ১৯১২ সালে থেকে অত্র অঞ্চলে নদীপথে স্টিমার চলাচল করে।খুলনা বিভাগের জেলা গুলোর মধ্যকার যোগাযোগ ব্যবস্থা দেশের অন্যান্য জেলা গুলোর থেকে অনেক ভালো

                                     

1. প্রতিষ্ঠাকাল

১৯৪৭ এ দেশ ভাগেপর তৎকালীন পূর্ব পাকিস্তানে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগ গঠিত হয়। বর্তমান খুলনা বিভাগ তখন রাজশাহী বিভাগের অন্তর্গত ছিলো এবং বরিশাল ছিলো ঢাকা বিভাগের অন্তর্গত। পরবর্তীতে ১৯৬০ সালে তৎকালীন রাজশাহী বিভাগের কুষ্টিয়া, যশোর ও খুলনা এবং ঢাকা বিভাগের বরিশাল,ফরিদপুর নিয়ে খুলনা বিভাগের যাত্রা শুরু হয়।

                                     

2. ভৌগলিক অবস্থান

খুলনা বিভাগ এর পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা, উত্তরে রাজশাহী বিভাগ, পূর্বে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ এবং দক্ষিণে বিখ্যাত ম্যানগ্রোভ বন নামে পরিচিত সুন্দরবন সহ বঙ্গোপসাগরের উপর তটরেখা রয়েছে। এটি গঙ্গা নদীর দ্বীপ বা গ্রেটার বেঙ্গল ডেল্টার একটি অংশবিশেষ। অন্যান্য নদীর মধ্যে রয়েছে মধুমতি নদী, ভৈরব নদী ও কপোতাক্ষ নদী। এছাড়াও অঞ্চলের বঙ্গোপসাগরের কয়েকটি দ্বীপ রয়েছে।

                                     

3. শিল্প প্রতিষ্ঠান

খুলনা বিভাগ শিল্পে সমৃদ্ধ একটি বিভাগ। খুলনা বিভাগের প্রধান সমৃদ্ধ জেলা হল কুষ্টিয়া, যশোর,খুলনা। খুলনা বিভাগের কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলাতে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও বাগেরহাট সহ বাকি জেলা গুলোতে কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে।

                                     

4. শিক্ষা

বিভাগ সহ উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানঃ

সরকারি

 • যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 • খুলনা বিশ্ববিদ্যালয়
 • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 • খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
 • ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কুষ্টিয়া

বেসরকারি

 • রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়
 • নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
 • যশোর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
 • নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি, খুলনা

সরকারি

 • কুষ্টিয়া মেডিকেল কলেজ
 • খুলনা মেডিকেল কলেজ
 • মাগুরা মেডিকেল কলেজ
 • যশোর মেডিকেল কলেজ
 • সাতক্ষীরা মেডিকেল কলেজ

বেসরকারি

 • গাজী মেডিকেল কলেজ
 • খুলনা সিটি মেডিকেল কলেজ
 • আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ
 • আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ
 • সেলিমা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, কুষ্টিয়া
                                     

4.1. শিক্ষা সরকারি

 • যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 • খুলনা বিশ্ববিদ্যালয়
 • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 • খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
 • ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কুষ্টিয়া
                                     

4.2. শিক্ষা বেসরকারি

 • রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়
 • নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
 • যশোর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
 • নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি, খুলনা
                                     

4.3. শিক্ষা সরকারি

 • কুষ্টিয়া মেডিকেল কলেজ
 • খুলনা মেডিকেল কলেজ
 • মাগুরা মেডিকেল কলেজ
 • যশোর মেডিকেল কলেজ
 • সাতক্ষীরা মেডিকেল কলেজ
                                     

4.4. শিক্ষা কলেজ

* সরকারি বঙ্গবন্ধুর ডিগ্রি কলেজ রুপসা,খুলনা।

 • আলফাতুননেছা মহাবিদ্যালয়
 • জীবনগর আদর্শ সরকারী মহিলা কলেজ
 • সরকারি কে.সি কলেজ, ঝিনাইদহ
 • যশোর সরকারি সিটি কলেজ
 • খুলনা সরকারি মহিলা কলেজ,খুলনা
 • উথলী কলেজ,জীবনগর,চুয়াডাঙ্গা
 • নড়াইল সরকারি মহিলা কলেজ
 • যশোর ক্যান্টনমেন্ট কলেজ
 • কায়েমকোলা কলেজ, ঝিকরগাছা।
 • সরকারী আদর্শ সুন্দরবন কলেজ
 • আলমডাঙ্গা সরকারী ডিগ্রি কলেজ
 • মিলেটারী কলেজিয়েট স্কুল এমসিএসকে খুলনা
 • কুষ্টিয়া সরকারী মহিলা কলেজ
 • শেখ-হাসিনা ডিগ্রি কলেজ,পদ্মপুকুর
 • ঝিনাইদহ ক্যাডেট কলেজ
 • সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ খালিশপুর
 • গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ, ঝিকরগাছা।
 • আশাশুনি সরকারি কলেজ
 • খুলনা পাবলিক কলেজ
 • মুজিবনগর আদর্শ মহিলা কলেজ
 • ডুমুরিয়া কলেজ
 • মহেশপুর সরকারী ডিগ্রি কলেজ
 • মেহেরপুর সরকারি কলেজ
 • সরকারি বি. এল. কলেজ
 • মাইজপাড়া ডিগ্রী কলেজ
 • সরকারী এম. এম. কলেজ
 • বাঘারপাড়া ডিগ্রী কলেজ,বাঘারপাড়া
 • ভেড়ামারা আদর্শ কলেজ
 • মোংলা সরকারি কলেজ
 • ভেড়ামারা কলেজ
 • শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজ।
 • দর্শনা সরকারি কলেজ
 • জীবনগর ডিগ্রি কলেজ
 • আজম খান সরকারী কমার্স কলেজ
 • সরকারি কে.এম.এইস. কলেজ কোটচাঁদপুর ঝিনাইদহ
 • গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজ,নড়াইল
 • ভেড়ামারা সরকারি মহিলা কলেজ
 • কুষ্টিয়া সরকারি কলেজ
 • চুয়াডাঙ্গা সরকারি কলেজ
 • ভেড়ামারা বিশ্ববিদ্যালয় কলেজ
 • সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা
 • লক্ষীখোলা কলেজিয়েট স্কুল,পাইকগাছা


                                     

4.5. শিক্ষা স্কুল

 • জে কে এস বালিকা উচ্চ বিদ্যালয়,রুপসা,খুলনা।
 • ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, খাজরা, আশাশুনি, সাতক্ষীরা
 • লবণচরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়
 • বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,রুপসা,খুলনা।
 • খালিশপুর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, ঝিনাইদহ
 • খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়,খুলনা
 • মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়,জীবননগর,চুয়াডাঙ্গা
 • কুষ্টিয়া জিলা স্কুল
 • উথলী মাধ্যমিক বিদ্যালয় জীবননগর,চুয়াডাঙ্গা
 • সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, মোংলা,বাগেরহাট
 • লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল,লক্ষ্মীখোলা,পাইকগাছা
 • খুলনা জিলা স্কুল
 • বাঘারপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,বাঘারপাড়া
 • কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, আনুলিয়া, আশাশুনি, সাতক্ষীরা
 • কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়,জীবননগর, চুয়াডাঙ্গা
 • যশোর ক্যান্টেন্টমেন্ট পাবলিক স্কুল,
 • যশোর জিলা স্কুল
 • গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়.রামপাল. বাগেরহাট
 • খুলনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,খুলনা
 • শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়, শৈলকুপা, ঝিনাইদহ
 • ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়,জীবননগর, চুয়াডাঙ্গা
 • পাইকগাছা কলেজ,পাইকগাছা
 • জীবননগর বহুমুখী আদর্শ পাইলট মাধ্যমিক বিদ্যালয়
 • ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, মোংলা
 • শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,জীবননগর
 • খুলনা কলেজিয়েট স্কুল
 • মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়
 • সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়
 • গভঃ ল্যাবরেটরি হাই স্কুল, খুলনা
 • আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়
 • মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
 • জীবননগর সরকারি গার্লস স্কুল
 • হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়
 • মাগুরা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়
 • খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
 • করোনেশন গভ. গার্ল স্কুল
 • মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়,নড়াইল
 • কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয়, যশোর।


                                     

4.6. শিক্ষা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান

 • সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট
 • ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট
 • বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়
 • মাগুরা টেকনিক্যাল স্কুল ও কলেজ
 • খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 • কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট
 • ম্যানগ্রোভ ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি
 • সিটি পলিটেকনিক ইন্সটিটিউট
 • যশোর পলিটেকনিক ইন্সটিটিউট
 • খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট
 • খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট
 • মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট
                                     

4.7. শিক্ষা মাদ্রাসা

 • মনিপুর ভি, বি দাখিল মাদ্রাসা, আনুলিয়া আশাশুনি, সাতক্ষীরা
 • সরকারী আলিয়া মাদ্রাসা খুলনা
 • ফয়লাহাট আছিয়া কারামতিয়া সিনিয়র আলিম মাদ্রাসা- রামপাল, বাগেরহাট।
 • আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসা, সাতক্ষীরা
 • খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, খুলনা
 • দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা-খুলনা
                                     

4.8. শিক্ষা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান

খুলনায় ৬টি সমন্বিত সাধারণ ও বৃত্তিমূলক আইজিভি বিদ্যালয় রয়েছে এবং এবং ইউসেপ এর একটি টেকনিক্যাল স্কুল অবহেলিত শিশুদের জন্য শিক্ষা, যা একটি অ-লাভজনক প্রতিষ্ঠান হিসেবে সেবা করে আসছে।

                                     

5. সংবাদপত্র ও পত্রিকা

খুলনা বিভাগ থেকে প্রকাশিত দৈনিক এবং সাপ্তাহিক খবরের কাগজ সমূহ: দৈনিক গ্রামের কাগজ, লোকসমাজ, সপন্দন,

 • দৈনিক সময়ের খবর,
 • যুগের বার্তা
 • দৈনিক খুলনাঞ্চল
 • দৈনিক খেদমত
 • খুলনা গেজেট
 • দৈনিক দৃষ্টিপাত
 • দৈনিক জন্মভূমি,
 • পত্রদূত
 • গ্রামের কাগজ,
 • দৈনিক দক্ষিণের মশাল
 • দৈনিক প্রবাহ
 • দৈনিক তথ্য
 • দৈনিক সাতক্ষীরা নিউজ,
 • দৈনিক পূর্বাঞ্চল,
 • খুলনা নিউজ,
 • দৈনিক আমার একুশ
 • Daily Tribune,
 • দৈনিক মাথাভাঙ্গা
 • দৈনিক অনির্বাণ,