Back

ⓘ ইয়াজ্‌দ্‌ প্রদেশ
ইয়াজ্‌দ্‌ প্রদেশ
                                     

ⓘ ইয়াজ্‌দ্‌ প্রদেশ

ইয়াজ্‌দ্‌ প্রদেশ ইরানের ৩০টি প্রদেশের একটি। এটি দেশটির কেন্দ্রভাগে অবস্থিত। এর রাজধানীর নামও ইয়াজ্‌দ্‌ শহর।

ইয়াজ্‌দ্‌ প্রদেশটির আয়তন ৭৩,৪৬৭ বর্গকিলোমিটার এবং এটি ১০টি কাউন্টিতে বিভক্ত- মায়বদ, মেহরিজ, তাফ্‌ত, আর্দাকান, বেহাবাদ, খাতাম, সাদোঘ, বাফ্‌ক, আবার কুহ এবং রাজধানী ইয়াজ্‌দ্‌। এখানে প্রায় সাড়ে সাত লক্ষ লোকের বাস।

২০১৪ সালে প্রদেশটিকে ইরানের ৫ নম্বর প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়।