Back

ⓘ সিস্তন ও বালুচেস্তন প্রদেশ
সিস্তন ও বালুচেস্তন প্রদেশ
                                     

ⓘ সিস্তন ও বালুচেস্তন প্রদেশ

সিস্তন ও বালুচেস্তন প্রদেশ ইরানের ৩০টি প্রদেশের একটি। এটি দেশের দক্ষিণ-পূর্ব অংশে, পাকিস্তান ও আফগানিস্তানের সাথে সীমান্তে অবস্থিত। জাহেদান শহর প্রদেশটির রাজধানী।

এটি ইরানের বৃহত্তম প্রদেশ। এর আয়তন ১,৮১,৭৮৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৪১ লক্ষ। এই প্রদেশের কাউন্টিগুলি হল ইরান শাহ্‌র, চাবাহার, খাশ, জাবোল, জাহেদান, সারাভান এবং নিক শাহ্‌র।

এই অঞ্চলে ইরানের সংখ্যালঘু বেলুচি সুন্নী মুসলমানেরা বাস করেন।

                                     
  • দ প য জ ফ র স دوپیازه অর থ দ ট প য জ হচ ছ ইর ন ও দক ষ ণ এশ য য প রচল ত দ ট ভ ন ন ধরন র খ ব র এট প রস ত ত করত প রচ র প য জ ব যবহ র

Users also searched:

...