Back

ⓘ লৌহজং উপজেলা
লৌহজং উপজেলা
                                     

ⓘ লৌহজং উপজেলা

লৌহজং এর অবস্থান ২৩.৪৬৬৭ডিগ্রী উত্তর ৯০.৩৪১ডিগ্রী পূর্ব। লৌহজং এর আয়তন ১৩০.১২বর্গকিঃমিঃ এবং এখানে প্রায় ২৬৫৭০টি পরিবারের বাস রয়েছে। উত্তরে সিরাজদীখান উপজেলা, পূর্বে টংগিবাড়ী উপজেলা, পশ্চিমে শ্রীনগর উপজেলা, দক্ষিণে পদ্মা নদী।

                                     

1. প্রশাসনিক এলাকা

লৌহজং এর প্রশাসনিক এলাকা ১৩০.১২ বর্গ কিলোমিটার/ ৫০.২৪ বর্গ মাইল জুড়ে বিস্তৃত।

লৌহজং উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ১০ টি।

মেদিনীমন্ডল, খিদিরপাড়া, বৌলতলী, কলমা, গাওদিয়া, বেজগাঁও, কনকসার, লৌহজং-তেউটিয়া, কুমারভোগ, হলদিয়া

                                     

2. ইতিহাস

নামকরণঃ

লৌহজং এর দিঘলী বাজারে একসময় কলকাতা হতে নৌপথে লৌহসামগ্রী আমদানি হতো। এখানে লৌহজাত সামগ্রীর ব্যবসা এতই প্রসার লাভ করেছিল যে, এই অঞ্চল ‘লোহালক্কড় ব্যবসা জংশনে’ পরিণত হয়েছিল বলে জানা যায়। লৌহ ও জংশন শব্দ দু’টির সংযোগে লৌহজং শব্দটির উৎপত্তি বলে অধিকাংশের ধারনা।

উপজেলা সৃষ্টির তারিখঃ

১৯৮২ সালে ১২ ই ডিসেম্বর লৌহজংকে উন্নীত থানা হিসেবে ঘোষণা দেয়া হয় এবং ১৯৮৩ সালে উপজেলায় রূপান্তরিত হয়।