Back

ⓘ চক্রব্যূহ (২০১২-এর চলচ্চিত্র)
                                     

ⓘ চক্রব্যূহ (২০১২-এর চলচ্চিত্র)

চক্রব্যূহ প্রকাশ ঝা পরিচালিত ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার রাজনৈতিক মারপিটধর্মী থ্রিলার চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন অর্জুন রামপাল, অভয় দেওল, এশা গুপ্তা, মনোজ বাজপেয়ী ও অঞ্জলি পাতিল। এটি নকশাল আন্দোলনের সামাজিক ভাষ্য হিসেবে নির্মিত হয়েছে।

চলচ্চিত্রটির প্রথম ট্রেইলার প্রকাশিত হয় ২০১২ সালের ১৬-১৭ই আগস্টের মাঝরাতে। চলচ্চিত্রটি ২০১৪ সালের ২৪শে অক্টোবর দূর্গা পূজায় ভারতের ১১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তিপর ইতিবাচক পর্যালোচনা অর্জন করলেও চলচ্চিত্রটি দর্শকদের আকৃষ্ট করতে পারেনি।

                                     

1. সঙ্গীত

চক্রব্যূহ চলচ্চিত্রের সুর করেছেন সেলিম-সুলেমান, আদেশ শ্রীবাস্তব, শান্তনু মৈত্র, সন্দেশ শাণ্ডিল্য ও বিজয় বর্মা, এবং গীত লিখেছেন ইরশাদ কামিল, পঞ্চি জালোনবি, অশীষ সাহু, ও এ. এম. তুরাজ। "টাটা, বিরলা, আম্বানি অউর বাটা" গানটি সেন্সর বোর্ডের প্রশ্নের সম্মুখীন হয় কিন্তু পরে বিবৃতিতে বলা হয় যে এই নামগুলো প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা মার্কার নামে কোন প্রকার ক্ষতির উদ্দেশ্যে করা হয়নি। "কুন্ডা খোল" গানটিতে সামিরা রেড্ডি ও মুরলী শর্মাকে দেখা যায়। "তাম্বাই রং তেরা" আইটেম গানটির নৃত্য পরিচালনা করেন গণেশ আচার্য। মিউজিকপার্ক.কম অ্যালবামটিকে ৬/১০ রেটিং দিয়ে লিখে "এই বিন্যাস কাজ করে না।"

                                     
  • ক র ড প র গ র ম র প রস ক র জ ত ছ ল ত ন ক ছ চলচ চ ত র য মন: চক রব য হ - এর চলচ চ ত র আজ তক র স ব দ উপস থ পক হ স ব আভ র ভ ত হয ছ ল ন ব হ র
  • একজন ভ রত য চলচ চ ত র অভ ন ত র এব মঞ চ ন টক পর চ লক ত ন দ ল ল ইন এ ড চক রব য হ ন উটন এব শ র লঙ ক র চলচ চ ত র উইথ ইউ উইথআউট ইউ - এর জন য ব য পক
  • কর প রশ স ত হন স ল ত ন গ য স অব ওয স প র চলচ চ ত র সরদ র খ ন চর ত র অভ নয কর ন ত র পরবর ত ক জগ ল হল চক রব য হ চলচ চ ত র একজন
  • রজত ভ দত ত ভ রত য ব ল চলচ চ ত র ধ র ব হ ক এব থ য ট র র এক ব খ য ত অভ ন ত ত ন অস খ য ব ল ছব ত অভ নয কর ছ ন ত ন ক ম ন র মত হ ন দ চলচ চ ত র