Back

ⓘ বিষয়শ্রেণী:১৯৯৯
                                               

১৯৯৯

১৯৯৯ গ্রেগরীয় বর্ষপঞ্জীর একটি সাধারণ বছর। বছরের প্রথম দিনটি ছিল শুক্রবার। এটি ১৯৯০ দশকের শেষ বছর। সাধারণ মানুষের কাছে ১৯৯৯ সালই বিংশ শতাব্দী ও দ্বিতীয় সহস্রাব্দের শেষ বছর। তবে গাণিতীক নিয়ম অনুযায়ী ২০০০ সালই বিংশ শতাব্দী ও দ্বিতীয় সহস্রাব্দের শেষ বছর।