Back

ⓘ ইয়াসিন মাজহার সিদ্দিকী
                                     

ⓘ ইয়াসিন মাজহার সিদ্দিকী

ইয়াসিন মাজহার সিদ্দিকী একজন ভারতীয় সুন্নি মুসলিম পণ্ডিত এবং ইতিহাসবিদ। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইসলামী অধ্যয়ন ইনস্টিটিউটের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

                                     

1. প্রাথমিক জীবন এবং শিক্ষা

সিদ্দিকীর জন্ম ১৯৪৪ সালের ২৬ ডিসেম্বর ব্রিটিশ ভারতের যুক্ত প্রদেশের লখিমপুর খেরি জেলায়। তিনি ১৯৫৯ সালে নাদওয়াতুল উলামা থেকে ঐতিহ্যবাহী দারসে নিজামিতে এবং ১৯৬০ সালে লখনউ বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতকোত্তর লাভ করেন। তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬৮ সালে সিদ্দিকী ইতিহাসের উপর ও ১৯৬৯ সালে দর্শন শাস্ত্রের উপর স্নাতক আর্জন করেন এবং ১৯৭৫ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন।

সিদ্দিকীর শিক্ষকদের মধ্যে আবুল হাসান আলী নদভী, কেএ নিজামী, আব্দুল হাফিজ বালিয়াভি এবং রাবে হাসানী নদভী অন্যতম।

                                     

2. কর্মজীবন

সিদ্দিকী ১৯৭০ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে সহকারী গবেষক হিসাবে নিযুক্ত হন। তিনি ১৯৭৭ সালে ইতিহাস বিষয়ক প্রভাষক নিযুক্ত হন এবং সাইয়িদ হামিদ ১৯৮৩ সালে তাকে ইসলামী অধ্যয়ন ইনস্টিটিউটে বদলি করেন। তিনি ১৯৯১ সালে ইসলামী অধ্যয়নের প্রফেসর হন এবং ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত ইসলামী অধ্যয়ন ইনস্টিটিউটের এএমইউ পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি ইসলামী অধ্যয়ন ইনস্টিটিউটের এএমইউ শাহ ওয়ালিউল্লাহ রিসার্চ সেলের পরিচালক পদে নিযুক্ত হন। সিদ্দিকী ৩১ ডিসেম্বর ২০০৬ সালে ইসলামী অধ্যয়ন ইনস্টিটিউট থেকে অবসর গ্রহণ করলেও শাহ ওয়ালিউল্লাহ রিসার্চ সেলের পরিচালকের পদটিতে দশ বছর নিযুক্ত ছিলেন।

২০০০ থেকে ২০১০ সালের মধ্যে সিদ্দিকী শাহ ওয়ালিউল্লাহ দেহলভীর জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রায় দশটি জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠান করেছিলেন এবং আঠারোটি বই লিখেছিলেন।

                                     

3. রচনাবলি

সিদ্দিকীর বইগুলির মধ্যে রয়েছে:

  • আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আরবি পাণ্ডুলিপির ক্যাটালগ, ২০০২ সালে লন্ডনে আল-ফুরকান ইসলামিক হেরিটেজ ফাউন্ডেশনে প্রকাশিত
  • গাজওয়াত কি ইকতেসাদী আহমিয়াত
  • আহদ-ই-নববী মে তানজাম-ই-রিয়াসত-ও-হুকামাত
  • তারীখে তাহজীবে ইসলামী
  • তাওহিদ-ই-ইলাহী আরফ মুফাসসিরিন-ই-গিরমী
  • হযরত মুহাম্মদ সা।: মুসলিম সংখ্যালঘুদের একটি দৃষ্টান্ত
  • ওয়াহী-ই-হাদিস
                                     

4. গ্রন্থপঞ্জি

  • মুহাম্মদ আবদুল্লাহ। "অধ্যাপক ইয়াসিন মাজহার সিদ্দিকি কি সিরাত নিগ্রি" উর্দু ভাষায়। ইসলামি অধ্যইয়ন ও আরবি বিভাগ: ৯–১৭ । সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২০ ।
  • নিজামি, জাফর আহমদ। "অধ্যাপক ইয়াসিন মাজহার সিদ্দিকী"। কালমি খাকি উর্দু ভাষায় প্রথম, ২০১৩ সংস্করণ। ইন্সটিটিউট অফ অবজেক্টিভ স্টাডিজ। পৃষ্ঠা ২৬৩–২৬৪। আইএসবিএন 978-81-89964-96-2।