Back

ⓘ পাকিস্তান সেনাবাহিনীর সর্বাধিনায়ক
পাকিস্তান সেনাবাহিনীর সর্বাধিনায়ক
                                     

ⓘ পাকিস্তান সেনাবাহিনীর সর্বাধিনায়ক

পাকিস্তান সেনাবাহিনীর সর্বাধিনায়ক পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ পদ ছিলো ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতা থেকে ১৯৭২ সাল পর্যন্ত। সর্বাধিনায়ক ছিলেন সেনাবাহিনীর সর্বোচ্চ অধিনায়ক, তার পদবী ছিলো পূর্ণ জেনারেল এবং এটি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক পদের অনুকরণে তৈরি ছিলো। পাকিস্তান সেনাবাহিনীর প্রথম দুইজন সর্বাধিনায়ক ইংরেজ ছিলেন। ১৯৫১ সালে সর্বপ্রথম একজন স্থানীয় পাকিস্তানি এই সর্বাধিনায়কের পদ পান আর তিনি ছিলেন জেনারেল আইয়ুব খান। এই সর্বাধিনায়ক পদটি ব্রিটিশরাই তৈরি করে যায়; ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একাংশ হতে নবগঠিত পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্বে আসেন ইংরেজ সেনাপতি জেনারেল ফ্র্যাঙ্ক মেসার্ভি যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডিভিশনাল জেনারেল ছিলেন। পাকিস্তান সেনাবাহিনী একেবারে শুরুতে পাকিস্তানের গভর্নর জেনারেল-এর অনুমতি নিয়ে চলতো এবং মুহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান সেনাবাহিনীর নিয়মকানুন প্রণয়নের জন্য ইংরেজদেরকেই নির্দেশ দিয়েছিলেন। পাকিস্তান সেনাবাহিনী শুরুতে ফিল্ড কোর ফরমেশন নিয়ে যাত্রা শুরু না করলেও সর্বাধিনায়কের পদবী পূর্ণ জেনারেল রাখা হয় পাশের দেশ ভারতীয় সেনাবাহিনীর সমপর্যায়ে।

সর্বাধিনায়ক উপ সর্বাধিনায়ক বা চীফ অব জেনারেল স্টাফ দ্বারা সহায়িত হতেন; ১৯৬০-এর দশক পর্যন্ত উপ সর্বাধিনায়ক পদটি চালু ছিলো। লেফটেন্যান্ট জেনারেল গুল হাসান খান ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর সর্বশেষ সর্বাধিনায়ক যিনি ১৯৭২ সালে অবসরে গমন করেন আর একই বছর নবগঠিত সেনাবাহিনী প্রধান পাকিস্তান পদে বসেন জেনারেল টিক্কা খান। সর্বাধিনায়ক হিসেবে মাত্র ছয় জন জেনারেল নিয়োগ পেয়েছিলেন এবং তাদের প্রথম দুইজন ছিলেন ইংরেজ; সর্বশেষ সর্বাধিনায়ক পূর্ণ জেনারেল ছিলেননা।

                                     

1. ইতিহাস

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে রাওয়ালপিন্ডিতে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর নর্থ-ওয়েস্ট কমান্ড-এর সদর দপ্তর ছিলো; ১৯৪৭ সালের ১৪ই আগস্ট পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেড কোয়ার্টার্স বা সেনাবাহিনী সদর দপ্তর হিসেবে আত্মপ্রকাশ করে এই রাওয়ালপিন্ডির দপ্তরই। ভারতীয় সেনাবাহিনী গঠিত হবাপর হিন্দু কর্মকর্তা-সৈনিক ভারতে চলে যাওয়া শুরু করে আর ভারতে যেসকল মুসলিম সৈনিক-কর্মকর্তা ছিলো তারা পাকিস্তানে এসে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়া শুরু করে। আইয়ুব খান ১৯৪৭ সালে কর্নেল ছিলেন, তিনি পাকিস্তান সেনাবাহিনীতে ঢোকার সঙ্গে সঙ্গেই রাতারাতি ব্রিগেডিয়ার পদে পদোন্নতি প্রাপ্ত হন এবং ১৯৪৮ সালে হন মেজর-জেনারেল আর ১৯৫১ সালে লেফটেন্যান্ট জেনারেল পদবী ডিঙিয়ে আইয়ুবকে পূর্ণ জেনারেল পদবী দিয়ে দেন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। আইয়ুবের সর্বাধিনায়ক পদ কত সাল পর্যন্ত হবে তা নির্দিষ্ট করে বলা ছিলোনা, শুধু বলা ছিলো আইয়ুবের বয়স ৫৫ হলেই আইয়ুব সেনাবাহিনী থেকে অবসরে যাবেন, কিন্তু আইয়ুব ১৯৫৮ সালে সামরিক আইন জারী করে পাকিস্তানের রাষ্ট্রপতি হয়ে যান এবং তখন তার বয়স ছিলো ৫১ বছর, তিনি জেনারেল মুহাম্মদ মুসা খানকে সর্বাধিনায়কের দায়িত্ব দেন আর আইয়ুব ১৯৫৭ সালে পাকিস্তান সেনাবাহিনীর ডিভিশন ফরমেশন থেকে ফিল্ড কোরে উন্নীত করেন। জেনারেল মুসার পরে জেনারেল ইয়াহিয়া খান সর্বাধিনায়কের পদ পান ১৯৬৬ সালের ১৮ সেপ্টেম্বর তারিখে এবং তিনি ১৯৬৯ সালের ২৫শে মার্চ আইয়ুব খান রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করলে সামরিক আইন জারী করেন এবং জেনারেল আব্দুল হামিদ খানকে প্রধান সেনা স্টাফ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। ১৯৭১ সালের ২০শে ডিসেম্বর লেঃ জেনারেল গুল হাসান খানকে সর্বাধিনায়ক করা হয় এবং এই পদে বসা তিনিই ছিলেন সর্বশেষ জেনারেল।

                                     

2. ১৯৬৫ এবং ৭১ সালের যুদ্ধের জেনারেলগণ

ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৬৫-তে মাত্র দুইজন লেঃ জেনারেল ছিলেন, একজন ছিলেন তুরস্কে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত জেনারেল আলতাফ কাদেআর আরেকজন ছিলেন ১ কোর-এর অধিনায়ক জেনারেল বখতিয়ার রানা। সর্বাধিনায়ক বাদে বাদবাকি সব জেনারেল মেজর-জেনারেল ছিলেন।

ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৭১-তে লেঃ জেনারেলদের সংখ্যা ১৩ জন হয়ে যায়। এসকল জেনারেলদের মধ্যে চারজন ছিলেন সেনা সদরে, একজন তুরস্কে রাষ্ট্রদূত হিসেবে, চার জন ফিল্ড কোর অধিনায়ক হিসেবে এবং চারজন সামরিক আইন প্রশাসক হিসেবে প্রাদেশিক প্রশাসক; অপরদিকে সক্রিয় পূর্ণ জেনারেল দুইজন ছিলো - ইয়াহিয়া খান এবং আব্দুল হামিদ খান, এই দুইজনের প্রথম জন ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি, দ্বিতীয় জন ছিলেন সেনা স্টাফ প্রধান বা কার্যতঃ সেনা সর্বাধিনায়ক। লেঃ জেনারেল গুল হাসান খান ছিলেন সেনা সদরের চীফ অব জেনারেল স্টাফ, লেঃ জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী ছিলেন পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের অধিনায়ক, লেঃ জেনারেল টিক্কা খান ২য় কোর-এর অধিনায়ক, ৪ কোর-এর নেতৃত্বে ছিলেন জেনারেল বাহাদুর শের খান; জেনারেল খাজা ওয়াসিউদ্দিন ছিলেন সেনা সদরে মাস্টার-জেনারেল অব অর্ডন্যান্স। সেনা সদরের অন্যান্য গুরুতপূর্ণ জেনারেল-পদ মেজর-জেনারেলদের হাতে ছিলো।

                                     
  • আব দ ল হ ম দ খ ন প ক স ত ন স ন ব হ ন র একজন জ ন র ল ছ ল ন এব ত ন স ল র প ক - ভ রত য দ ধ সময ক ল র প ক স ত ন স ন ব হ ন র সর ব ধ ন য ক হ স ব দ য ত ব
  • করছ ন স ন ব হ ন প রধ ন র পদব স ল প র ববর ত উপ ধ প ক স ত ন স ন ব হ ন র সর ব ধ ন য ক থ ক ত র কর হয ছ স ব ধ ন অন স র স ল থ ক এখন পর যন ত
  • ইয হ য খ ন ফ ব র য র আগস ট প ক স ত ন স ন ব হ ন র প র ক তন সর ব ধ ন য ক ও হত খ র স ট ব দ পর যন ত প ক স ত ন র র ষ ট রপত
  • সর ব ধ ন য ক হল ক ন ব যক ত ব গ ষ ঠ য ক ন জ ত র স মর ক ব হ ন ক ব ত র গ র ত বপ র ণ ক ন অ শক সর ব চ চ আদ শ ব ন য ন ত রণ প রদ ন করত প র
  • আইয ব খ ন র স ন য র ছ ল ন ক ন ত আইয ব খ ন এইচএম ব ইপ স কর প ক স ত ন স ন ব হ ন র সর ব ধ ন য ক হয ছ ল ন র ওয লপ ন ড ষড যন ত র ত র ন ম উঠল ও পর ত ন
  • গ র ত বপ র ণ ধ র ইশর ক দর শন র প রত ষ ঠ ত ইয হ য খ ন - প ক স ত ন স ন ব হ ন র প র ক তন সর ব ধ ন য ক ও প ক স ত ন র র ষ ট রপত ও স মর ক শ সক ছ ল ন ইয হ য
  • স ন ব হ ন র এক ব র শ র র দ ক ঊর ধ বতন কর মকর ত র সব ব র ট শ হত ন এব স ন ব হ ন র সর ব ধ ন য ক ই র জ স ন পত জ ন র ল ফ র য ঙ ক ম স র ভ ন র দ রক স ন ব হ ন ত
  • তৎক ল ন প ক স ত ন স ন ব হ ন র ক ছ থ ক উদ ধ র হওয ব ভ ন ন য নব হন এব অস ত রও এখ ন স রক ষ ত রয ছ ব ল দ শ সশস ত রব হ ন র সর ব ধ ন য ক জ ন র ল এম
  • ইস ক ন দ র ম র জ সমগ র প ক স ত ন স মর ক আইন জ র কর ন এব স ন ব হ ন র তৎক ল ন সর ব ধ ন য ক জ ন র ল আইয ব খ নক প রধ ন স মর ক আইন প রশ সক র পদ ন য ক ত
  • ব শ বয দ ধ র সময ত ন ম র ক ন স ন ব হ ন র একজন প চ ত রক ব শ ষ ট জ ন র ল ছ ল ন ইউর প ম ত র স ন ব হ ন র ত বর ৎ শক ত ব হ ন র সর ব ধ ন য ক Supreme Commander হ স ব