Back

ⓘ রামানন্দ দাস
                                     

ⓘ রামানন্দ দাস

রামানন্দ দাস ছিলেন একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ। তিনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসাবে ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি একজন সমাজকর্মী এবং শ্রমিকসঙ্ঘের নেতা ছিলেন। তিনি ১৯৪৮ সালে সান ফ্রান্সিসকো এবং ১৯৫১ সালে জেনেভাতে আইএলও সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।