ⓘ Free online encyclopedia. Did you know? page 766
                                               

আলী আল-হাদী

ʿআলী ʾইবনে মুহ়ম্মদ আল-হাদী, যিনি ʿআলী আন-নক়ী নামেও পরিচিত, ছিলেন ইসলামের নবী মুহম্মদের একজন বংশধর এবং দ্বাদশী শিয়া মুসলমানদের দশম ইমাম। তিনি ৩০ বছর বয়স পর্যন্ত মদীনায় শিক্ষাপ্রদান করেন। পরবর্তীতে আব্বাসীয় খলিফা আল-মুতাওয়াক্কিল তাঁকে সামারর ...

                                               

মুহম্মদ আল-মাহদী

মুহ়ম্মদ ʾইবনে হ়াসান আল-মাহদী, যিনি হুজ্জতুল্লাহ, আল-ইমাম আল-মাহদী, ইমাম আজ়-জ়মান, হুজ্জত ʾইবনে আল-হ়াসান, মুহ়ম্মদ ʾইবনে আল-হ়াসান নামেও পরিচিত, হলেন দ্বাদশী শিয়া মুসলমানদের মতে তাদের সর্বশেষ ইমাম এবং প্রতীক্ষিত মাহদী, ইসলামি পরকালবিদ্যা অনুস ...

                                               

হাসান আল-আসকারী

হ়াসান ʾইবনে ʿআলী আল-ʿআসকারী ছিলেন ইসলামের নবী মুহম্মদের একজন বংশধর এবং দ্বাদশী শিয়া মুসলমানদের একাদশ ইমাম। তিনি সুফিবাদী সুন্নি মুসলমানদের কাছেও গুরুত্বপূর্ণ। তাঁকে আবু মুহম্মদ নামেও ডাকা হয়। তিনি সামরিক শহর সামাররায় বসবাস করতেন বিধায় তাঁকে ...

                                               

সুলাইমান ইবনে আবদুল্লাহ ইবনে তাহির

সুলাইমান ইবনে আবদুল্লাহ ইবনে তাহির ছিলেন ৯ম শতাব্দীতে আব্বাসীয় খিলাফতের একজন তাহিরি কর্মকর্তা। তিনি তাবারিস্তানের শেষ তাহিরি গভর্নর ছিলেন। হাসান ইবনে জায়েদের বিদ্রোহের ফলে ক্ষমতাচ্যুত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি সেখানে শাসন করেছেন। এরপর তিনি বাগদ ...

                                               

আল-মুনজির (কর্ডো‌বা)

আল মুনজির কর্ডো‌বায় জন্মগ্রহণ করে। পিতার শাসনামলে তিনি পার্শ্ববর্তী খ্রিষ্টান রাজ্য ও মুলাদি বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযানে নেতৃত্ব দেন। ৮৬৫ সালে রাজা অরডন্ডোর বিরুদ্ধে আংশিক ব্যর্থ অভিযানে নেতৃত্ব দেন। কর্ডো‌বায় ফেরার সময় তিনি কাস্টিলের কা ...

                                               

তৃতীয় আবদুর রহমান

তৃতীয় আবদুর রহমান ছিলেন কর্দোবার উমাইয়া বংশীয় আমির ও খলিফা । তার বয়স ২০র কোঠায় থাকার সময় তিনি ক্ষমতা লাভ করেন এবং প্রায় পঞ্চাশ বছর যাবত ইবেরিয়ার সবচেয়ে শক্তিশালী শাসক হিসেবে শাসন করেন। তার শাসনামলে সব বিশ্বাসের মানুষ স্বাধীনতা ভোগ করে। ত ...

                                               

আল-মুকতাদির

আবুল ফাদল জাফর ইবনে আহমেদ আল মুতাদিদ নামে পরিচিত) ছিলেন ১৮শ আব্বাসীয় খলিফা। তিনি ৯০৮ থেকে ৯৩২ সাল পর্যন্ত খলিফার পদে ছিলেন। তিনি তার পূর্বসূরি আল মুকতাফির উত্তরসূরি হন।

                                               

লোমশ উইলফ্রেড

উইলফ্রেড বা উইফ্রেড, বলা হয় দ্য হেইরি তথা লোমশ, ৮৭০ সাল থেকে আর্জেলের কাউন্ট, ৮৭০ সাল থেকে সিরডানিয়ার কাউন্ট, ৮৭৮ থেকে বার্সেলোনার কাউন্ট, ৮৭৮ সাল থেকেই জিরোনার কাউন্ট এবং ৮৮৬ সাল থেকে ওসোনার কাউন্ট ছিলেন। ৮৯৭ সালে তার মৃত্যুপর তার ছেলে উইলফ্রে ...

                                               

আল-কাহির

আবু মনসুর মুহাম্মদ আল কাহির বিল্লাহ নামে পরিচিত) ছিলেন ১৯তম আব্বাসীয় খলিফা। ৯৩২ থেকে ৯৩৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। তিনি ২৮৬ হিজরিতে জন্মগ্রহণ করেন এবং ৩৩৯ হিজরিতে মারা যান। প্রাক্তন খলিফা আল মুকতাদিরের মৃত্যুপর তার ছেলে পিতার মৃত্ ...

                                               

আর-রাদি

আবুল আব্বাস মুহাম্মদ ইবনে জাফর আল মুকতাদির নামে পরিচিত) ছিলেন ২০তম আব্বাসীয় খলিফা। ৯৩৪ থেকে ৯৪০ খ্রিষ্টাব্দে মৃত্যুর আগ পর্যন্ত তিনি খলিফার পদে আসীন ছিলেন।

                                               

আল-মুকতাফি

আবু আহমেদ আলি ইবনে আহমেদ আল মুতামিদ নামে পরিচিত) ছিলেন ১৭শ আব্বাসীয় খলিফা। তার পিতা ও পূর্ববর্তী খলিফা আল মুতাদিদেপর তিনি খলিফা হন। পিতার মৃত্যুর সময় তিনি রাকাহতে দায়িত্বরত ছিলেন। রাজধানীতে ফেরাপর তিনি তার উদারতার জন্য জনপ্রিয় হয়ে উঠেন এবং ত ...

                                               

আল মারজুবানি

আবু আবদ আল্লাহ মুহাম্মদ ইবন ইমরান ইবন মুসা ইবন সাঈদ ইবন আবদ আল্লাহ আল মারজুবানি, একজন বিখ্যাত আরব সাহিত্যিক ছিলেন, একইসাথে ছিলেন নামকরা ইতিহাস ও হাদিস বিশারদ। তার পরিবার মূলত খুরশান থেকে বাগদাদে এলেও তার পুরো জীবন তিনি নিজের শহর বাগদাদে কাটিয়ে দেন।

                                               

প্রথম যশোবর্মণ

প্রথম যশোবর্মণ ছিলেন একজন আঙ্কোর রাজা, যিনি ৮৮৯-৯১০ খ্রীষ্টাব্দে রাজত্ব করেছেন। তাকে বলা হত "লেপার রাজা" ।

                                               

উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে তাহির

আবু আহমাদ উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে তাহির ছিলেন ৯ম শতাব্দীর একজন তাহিরি কর্মকর্তা ও সামরিক অফিসার। তাহিরিদের মধ্যে তিনি সর্বশেষ ব্যক্তি যিনি উচ্চপদস্থ পদে কাজ করেছেন। তিনি ৮৬৭ সাল থেকে ৮৯১ সালের মধ্যে বিভিন্ন সময় বাগদাদের গভর্নর ছিলেন।

                                               

আল মুতানাব্বি

আবু আত তাইয়িব আহমাদ ইবনুল হুসাইন আল মুতানাব্বি আল কিন্দি ছিলেন একজন আরব কবি। আরবি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে তাকে গণ্য করা হয়। তার অধিকংশ কাব্য তার জীবনকালে সাক্ষাত পাওয়া রাজাদের প্রশংসা করে লেখা হয়েছে। কারো কারো মতে তার ৩২৬টি কবিতা ...

                                               

ইবন আল-সারি আল-জাজ্জাজ

আবু ইসহাক ইব্রাহিম ইবন মুহাম্মাদ ইবন আল-সারি আল-জাজ্জাজ ছিলেন বসরার একজন ব্যাকরণবিদ, ভাষাবিজ্ঞান ও ধর্মতত্ত্বে পণ্ডিত এবং আব্বাসি রাজদরবারের অন্যতম সদস্য। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হল কিতাব মা ফাসারাহু মিন জামি আন-নুক্ত, কিতাব মানি আল-কুরআন ...

                                               

এথেলম

এথেলম একজন ইংরেজ পাদ্রী ছিলেন, যিনি বাথ এবং ওয়েলসের প্রথম বিশপ, এবং পরবর্তীতে ক্যান্টারবেরির আর্চবিশপ ছিলেন। এক বিশপীয় এলাকা থেকে অন্য এলাকায় তার স্থানান্তর পরবতী যাজকদের জন্য একটি নজির স্থাপন করেছিলেন কারণ এর আগে এই ধরনের স্থানান্তর বেআইনি বল ...

                                               

আবুল কাসিম আল জাহরাউয়ি

আবুল কাসিম খালাফ ইবনে আল আব্বাস আল জাহরাউয়ি, ছিলেন আন্দালুসবাসী একজন আরব মুসলিম চিকিৎসক। তাকে মধ্যযুগের মুসলিম বিশ্বের সবচেয়ে মহৎ শল্যবিদ এবং তাকে আধুনিক শল্যচিকিৎসার জনক বলে গণ্য করা হয়। চিকিৎসাবিজ্ঞান নিয়ে তার লেখা বইয়ের নাম কিতাবুল তাসরিফ ...

                                               

ফেরদৌসী

হাকিম আবুল কাশেম ফেরদৌসী তুসি নামে অধিক পরিচিত পারস্যের একজন বিখ্যাত কবি। তিনি বিখ্যাত মহাকাব্য শাহনামার রচয়িতা। শাহনামা একইসাথে ইরানের ও সারা বিশ্বের ফার্সি ভাষাভাষী লোকজনের জাতীয় মহাকাব্য। সপ্তম শতাব্দীতে ফেরদৌসী মূলত সামানীয়ান সাম্রাজ্যের র ...

                                               

মুহম্মদ ইবনে ইয়াকুব আল-কুলায়নী

আবু জাʿফ়র মুহ়ম্মদ ইবনে ইয়াʿক়ুব ইবনে ইসহ়াক আল-কুলায়নী আর-রাজ়ী ছিলেন একজন ইরানি শিয়া মুসলিম পণ্ডিত ও হাদিস সংগ্রাহক।

                                               

সবুক্তগিন

সবুক্তগিন বা সেবুক তিগিন - মৃত্যু আগস্ট, ৯৯৭ খ্রিস্টাব্দ) ছিলেন গজনভি রাজবংশের প্রতিষ্ঠাতা। তার পুরো নাম ছিল আবু মনসুর সবুক্তগিন । ৯৭৭ থেকে ৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। তার পুত্র ও উত্তরাধিকারী ছিলেন মাহমুদ গজনভি, যিনি গজনির সুলতান ম ...

                                               

রিন-ছেন-ব্জাং-পো

রিন-ছেন-ব্জাং-পো একজন বিখ্যাত তিব্বতী অনুবাদক ছিলেন। তিনি তিব্বত সাম্রাজ্যের পতনের পরে তিব্বতে দ্বিতীয়বার বৌদ্ধধর্ম প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

                                               

দ্বিতীয় হিশাম

দ্বিতীয় হিশাম ছিলেন কর্ডো‌বার তৃতীয় খলিফা। তিনি ৯৭৬ থেকে ১০০৯ সাল ও ১০১০ থেকে ১০১৩ সাল পর্যন্ত আল আন্দালুস শাসন করেন।

                                               

অভয়নাথ শেখর

অভয়নাথ শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের বত্রিশতম রাজা কীর্ত্তিনাথ শেখরের পুত্র ছিলেন। তিনি ৯৫০ খ্রিষ্টাব্দ হতে ৯৬৬ খ্রিষ্টাব্দ পর্য্যন্ত রাজ্য শাসন করেন। ত্রিলোচন শেখর, বিহারীনাথ শেখর ও হরিনাথ শেখর নামক তার তিন পুত্র ছিল।

                                               

ত্রিলোচন শেখর

ত্রিলোচন শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের তেত্রিশতম রাজা অভয়নাথ শেখরের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। পিতার মৃত্যুর কিছুকাল পূর্বে তার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিলে ৯৬৬ খ্রিষ্টাব্দে তার মধ্যম ভ্রাতা বিহারীনাথ শেখর সিংহাসনে আরোহণ করেন। কিন্তু ম ...

                                               

বিহারীনাথ শেখর

বিহারীনাথ শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের তেত্রিশতম রাজা অভয়নাথ শেখরের মধ্যম পুত্র ছিলেন। পিতার মৃত্যুর কিছুকাল পূর্বে তার জ্যেষ্ঠ ভ্রাতা ত্রিলোচন শেখরের মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিলে ৯৬৬ খ্রিষ্টাব্দে বিহারীনাথ শেখর সিংহাসনে আরোহণ ক ...

                                               

মক্কার শরিফ

মক্কার শরিফ বা হেজাজের শরিফ উপাধিটি মক্কা শরিফাতের নেতাদের ক্ষেত্রে ব্যবহৃত হত। তারা প্রথা অনুযায়ী মক্কা ও মদিনার তত্ত্বাবধান করতেন। শরিফ অর্থ সম্ভ্রান্ত। মুহাম্মদ এর নাতি হাসান ইবনে আলির বংশধরদের ক্ষেত্রে তা ব্যবহৃত হয়। শহর ও পার্শ্ববর্তী অঞ্চ ...

                                               

কারকাসোন-এর এরমেসিন্ডে

কারকাসোন-এর এরমেসিন্ডে কারকাসোন-এর কাউন্ট, প্রথম রোজার-এর কণ্যা ছিলেন। তিনি র‍্যামন বোরেল বার্সেলোনার কাউন্ট কে বিয়ে করেন। তার জীবদ্দশায় তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং নানা সমাবেশ এবং ট্রাইব্যুনালের সভাপতি হন। ১০১৮ সালে তার মৃত্যুপর ১০২৩ স ...

                                               

আল-মা’আরি

আবুল আ’লা আল-মা’আরি ছিলেন একজন অন্ধ আরব দার্শনিক, কবি ও লেখক। তিনি আরবের আল-তানুখি গোত্রের লোক। ধর্মীয় বিশ্বাসকে আক্রমণ এবং ইসলাম ও নবিদের বক্তব্য হিসেবে দাবিকৃত ও বিবেচিত সত্যের অধিকারী অন্যান্য ধর্মকে মিথ্যা ও ‘সত্য হওয়া অসম্ভব’ বলে প্রত্যাখ্ ...

                                               

তুঘরিল বেগ

তুঘরিল বেগ তুঘরুল আল্প, তুগ্রিল, তওগ্রিল, তুগরুল বা টোগ্রিল বেগ জন্ম সেলজুক সাম্রাজ্য এর তুর্কি প্রতিষ্ঠাতা ছিলেন,যিনি ১০৩৭ থেকে ১০৬৩ পর্যন্ত সাম্রাজ্যটি শাসন করেন। তুঘরিল গ্রেট ইউরেশিয়ান স্ট্যাফিজের তুর্কি যোদ্ধাদের একত্রিত করেছিলেন এই উপজাতিরা ...

                                               

ব্রোগ-মি-শাক্য-য়ে-শেস

ব্রোগ-মি-শাক্য-য়ে-শেস ভারত ও নেপাল যাত্রা করে সংস্কৃত, তন্ত্র ও জ্যোতিষবিদ্যা সম্বন্ধে জ্ঞান লাভ করেন। এছাড়া তিনি নেপাল ও তিব্বতে গয়াধর, প্রজ্ঞেন্দ্ররুচি বা বীরবজ্র, প্রজ্ঞাগুপ্ত, চন্দ্রমালা, রত্নবজ্র, রত্নশ্রীমিত্র প্রভৃতি বৌদ্ধ পণ্ডিতদের সাথ ...

                                               

ব্রোম-স্তোন-পা-র্গ্যল-বাই-ব্যুং-গ্নাস

ব্রোম-স্তোন-পা-র্গ্যল-বাই-ব্যুং-গ্নাস অতীশ দীপঙ্করের প্রধান শিষ্য ও তিব্বতে ব্কা-গ্দাম্স ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন।

                                               

মাহমুদ আল-কাশগরি

মাহমুদ ইবনে হুসাইন ইবনে মুহাম্মদ আল কাশগরি ছিলেন ১১শ শতাব্দীতে কাশগরের একজন তুর্কি বংশোদ্ভূত মুসলিম পণ্ডিত, অভিধান প্রণেতা। তার বাবা হুসাইন বার্সগানের শাসক ছিলেন। এই শহরটি ইসিক কুল হ্রদের পূর্ব-দক্ষিণে অবস্থিত এবং কারাখানি রাজবংশের সাথে সম্পর্কিত।

                                               

ইউসুফ ইবনে তাসফিন

ইউসুফ ইবনে তাসফিন, এছাড়াও তাশফিন, তেশুফিন, বার্বা‌র আলমোরাভিড সাম্রাজ্যের নেতা ছিলেন। তিনি মারাক্কেশ শহরের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এবং সাগ্ররাজদের যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। ইবনে তাসফিন আফ্রিকা থেকে আল-আন্দালুসের কাছে আসেন ষষ্ঠ আলফোন ...

                                               

সেলজুক বেগ

সেলজুক বেগ তিনি ছিলেন একটি Oghuz তুর্কীয় সেনাপতি, এবং সেলজুক রাজবংশের প্রতিষ্ঠাতা। সেলজুক বেগ ছিলেন তাকাক এর সন্তান। যার উপাধী ছিল তৈমুর ইয়ালিগ যার অর্থ "লোহার ধনুক"। তিনি ছিলেন ওর্গুজ কাইনিক গোত্রের গুত্রপতি। ৯৮৫ সালে সেলজুক গোত্র আরল এবং ক্যা ...

                                               

নাগ-ত্শো-লো-ত্সা-বা-ত্শুল-খ্রিম্স-র্গ্যাল-বা

নাগ-ত্শো-লো-ত্সা-বা-ত্শুল-খ্রিম্স-র্গ্যাল-বা ১০১১ খ্রিষ্টাব্দে তিব্বতের ম্ঙ্গা-রিস ওয়াইলি: mgna ris অঞ্চলের ল্হা-গ্দোং ওয়াইলি: lha gdong নামক স্থানে জন্মগ্রহণ করেন। যৌবনেই তিনি বিনয় সম্বন্ধে পণ্ডিত হওয়ায় তাকে দুল-দ্জিন-পা ওয়াইলি: dul dzin p ...

                                               

গ্র্বা-পা-ম্ঙ্গোন-শেস

গ্র্বা-পা-ম্ঙ্গোন-শেস ১০১২ খ্রিষ্টাব্দে তিব্বতে জন্মগ্রহোন করেন। তার পিতার নাম ছিল ঝাং-স্তাগ-দ্কার-বা ওয়াইলি: zhang stag dkar ba এবং মাতার নাম ছিল ল্হা-স্রাস-শা-বা-স্গ্রোন-মা ওয়াইলি: lha sras sha ba sgron ma। প্রথম জীবনে তিনি পশুপালকের কাজ করতে ...

                                               

মার-পা-ছোস-ক্যি-ব্লো-গ্রোস

মার-পা-ছোস-ক্যি-ব্লো-গ্রোস বা মারপা লোৎসাওয়া বা অনুবাদক মারপা একজন তিব্বতী বৌদ্ধধর্মসাধক ও আচার্য ছিলেন। ভারত থেকে মহামুদ্রা ও বজ্রযান বৌদ্ধশিক্ষা তিনি তিব্বতে নিয়ে যান ও কাগ্যু গোষ্ঠীর প্রতিষ্ঠা করেন।

                                               

রোং-জোম-ছোস-ক্যি-ব্জাং-পো

রোং-জোম-ছোস-ক্যি-ব্জাং-পো একাদশ শতাব্দীর তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের সর্বাপেক্ষা বিখ্যাত শিক্ষক ও রচয়িতা ছিলেন।

                                               

দ্গোন-পা-বা-দ্বাং-ফ্যুগ-র্গ্যাল-ম্ত্শান

দ্গোন-পা-বা-দ্বাং-ফ্যুগ-র্গ্যাল-ম্ত্শান তিব্বতের খাম্স অঞ্চলে ১০১৬ খ্রিষ্টাব্দে দ্জেং ওয়াইলি: dzeng জন্মগ্রহণ করেন। কম বয়সে পিতামাতার মৃত্যুপর তিনি মধ্য তিব্বত যাত্রা করেন। গ্ত্সাং অঞ্চলের ন্যান-ত্শো ওয়াইলি: nyan tsho তিনি ব্রোম-স্তোন-পা-র্গ্য ...

                                               

র্বা-লো-ত্সা-বা-র্দো-র্জে-গ্রাগ্স

র্বা-লো-ত্সা-বা-র্দো-র্জে-গ্রাগ্স তিব্বতের বজ্রকীলয় সাধনপদ্ধতির একজন বৌদ্ধসাধক ছিলেন। তিনি প্রায় তেরোজন তিব্বতী বৌদ্ধ পন্ডিতকে হত্যা করেছিলেন।

                                               

সুলাইমান ইবনুল হাকাম

সুলাইমান ইবনুল হাকাম ছিলেন কর্ডো‌বা খিলাফতের পঞ্চম খলিফা। তিনি ১০০৯ থেকে ১০১০ সাল ও ১০১৩ থেকে ১০১৬ সাল পর্যন্ত আল আন্দালুসের শাসক ছিলেন।

                                               

নিযামুল মুলক

আবু আলী আল-হাসান আল তুসি নিযাম উল-মুলক, খাজা নিযামুল মুলক নামে অধিক পরিচিত ছিলেন পারস্যের পণ্ডিত এবং সেলজুক সাম্রাজ্যের উজির। অল্পকালের জন্য তিনি সেলজুক সাম্রাজ্যের শাসক হিসেবেও অধিষ্ঠিত ছিলেন।

                                               

শ্রীপতি

শ্রীপতি একজন ভারতীয় গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।‘ধীকোটি’ নামে একটি করণ গ্রন্থও তিনি রচনা করেছিলেন ১০৩৯ সালে। এই গ্রন্থটির বিষয়বস্তু মূলত জ্যোতির্বিজ্ঞান। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ নিয়ে কুড়িটি স্তবকে লেখা।জ্যোতির্বিজ্ঞান নিয়ে লেখা তার আরেকখানি ...

                                               

পো-তো-বা-রিন-ছেন-গ্সাল-ফ্যোগ্স-লাস-র্নাম-র্গ্যাল

পো-তো-বা-রিন-ছেন-গ্সাল-ফ্যোগ্স-লাস-র্নাম-র্গ্যাল অতীশ দীপঙ্করের প্রধান শিষ্য ব্রোম-স্তোন-পা-র্গ্যল-বাই-ব্যুং-গ্নাসের প্রধান তিন শিষ্যের মধ্যে একজন ছিলেন।

                                               

প্রথম উইলিয়াম (ইংল্যান্ড)

প্রথম উইলিয়াম বা দিগ্‌বিজয়ী উইলিয়াম ছিলেন ইংল্যান্ডের প্রথম নরমান রাজা। তিনি ১০৬৬ থেকে ১০৮৭ সালে তার মৃত্যু পর্যন্ত শাসন করেছেন। তিনি ১০৬৬ সালে মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে ইংল্যান্ডের সিংহাসন দখল করে নেন। সেই থেকে আজ পর্যন্ত কোনো শক্তিই ইংল্ ...

                                               

ফু-ছুং-বা-গ্ঝোন-নু-র্গ্যাল-ম্ত্শান

ফু-ছুং-বা-গ্ঝোন-নু-র্গ্যাল-ম্ত্শান অতীশ দীপঙ্করের প্রধান শিষ্য ব্রোম-স্তোন-পা-র্গ্যল-বাই-ব্যুং-গ্নাসের প্রধান তিন শিষ্যের মধ্যে একজন ছিলেন।

                                               

শেন কুও

শেন কুও, ভদ্রতামূলক নাম কুন্‌ঝং এবং ছদ্মনাম মেংকি ওয়েং, ছিলেন সুং রাজবংশের সমসাময়িক একজন হান চীনা বহুবিদ্যাবিশারদ বিজ্ঞানী ও কূটনৈতিক। বিদ্যা ও রাষ্ট্রচালনার বহু ক্ষেত্রে সুদক্ষ এই ব্যক্তি ছিলেন একাধারে একজন গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী, আবহবিদ, ভ ...

                                               

খোন-দ্কোন-ম্ছোগ-র্গ্যাল-পো

খোন-দ্কোন-ম্ছোগ-র্গ্যাল-পো তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ও প্রথম সা-স্ক্যা-খ্রি-দ্জিন ছিলেন।

                                               

স্নেউ-জুর-বা-য়ে-শেস-বার

স্নেউ-জুর-বা-য়ে-শেস-বার ১০৪২ খ্রিষ্টাব্দে তিব্বতের ফান-য়ুল অঞ্চলের সা-স্কোর-থোং-পা ওয়াইলি: sa skor thong pa নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ঝাং-স্তাগ-পো ওয়াইলি: zhang stag po। শৈশবে তিনি ব্রাগ-র্গ্যাব ওয়াইলি: brag rgyab বৌদ্ধবি ...